ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

নিরাপত্তা না দিয়ে শিক্ষা সফর বাতিলের প্রসঙ্গ হাস্যকর

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩০, এপ্রিল ২২, ২০১৪
নিরাপত্তা না দিয়ে শিক্ষা সফর বাতিলের প্রসঙ্গ হাস্যকর

ঢাকা: সমুদ্র ভ্রমণে যাওয়া শিক্ষার্থীদের নিরাপত্তার ব্যবস্থা না করে শিক্ষা সফর বাতিলের যে আওয়াজ উঠেছে তা কোনো সমাধান হতে পারে। শিক্ষা সফর বাতিলের চেষ্টা অত্যন্ত হাস্যকর বলে মন্তব্য করেছেন ইমরান হোসেন।



মঙ্গলবার বাংলানিউজের ‘সমুদ্রস্নানে কেন হারায় তাজা প্রাণ’ শীর্ষক নাগরিক মন্তব্যে অংশ নিয়ে তিনি একথা বলেন।

লন্ডন প্রবাসী ইমরান বলেন, নিরাপত্তার ব্যবস্থা করা যাদের দায়িত্ব তারা তা না করে, শিক্ষা সফরকে নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখছেন। এটা অত্যন্ত হতাশাজনক। শিক্ষা সফরে না গিয়েও সাধারণ ভ্রমণকারীরাও সমুদ্রে ডুবে মারা যান।

তাই নিরাপত্তা জোরদার করা ও ভ্রমণকারীদের সচেতনতা বৃদ্ধির ব্যবস্থা গ্রহণ করাই প্রধান কর্তব্য বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।