ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

ঘটনার দায় এড়াতে পারেন না অভিভাবকরা

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০০, এপ্রিল ২২, ২০১৪
ঘটনার দায় এড়াতে পারেন না অভিভাবকরা

ঢাকা: সমুদ্র ভ্রমণে গিয়ে শিক্ষার্থীদের মৃত্যুর দায় কোনোভাবেই এড়াতে পারেন না তাদের অভিভাবকরা বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের ব্যবসায়ী এম. মোবারক আলী।

মঙ্গলবার বাংলানিউজের ‘সমুদ্রস্নানে কেন হারায় তাজা প্রাণ’ শীর্ষক নাগরিক মন্তব্যে অংশ নিয়ে তিনি একথা বলেন।



কেবিছত্তারহাট ভিংরোল এলাকার ফাহিম এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মোবারক বলেন, সন্তানকে সাবধানতার সঙ্গে সঠিক পথে পরিচালিত করতে অভিভাবকের ভ‍ূমিকাই মুখ্য।


তিনি আরো বলেন, আমাদের পর্যটনের অপার সম্ভাবনাময় খাত সমুদ্র সৈকত। আর এতে শুধু অসাবধ‍ানতার কারণে সম্প্রতি প্রাণহানির ঘটনা নিতান্তই দুঃখজনক।

সমুদ্র ভ্রমণে যাওয়ার পূর্বে সমুদ্র বিষয়ে নূন্যতম ধারণা থাকার পাশাপাশি ভ্রমণের সমন্বয়কসহ সংশ্লিষ্ট সবার  সচেতনতা আবশ্যক। তাহলে দুর্ঘটনা রোধ করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।