ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

অসর্তকতার কারণে যেন অকালে মরতে না হয়

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৭, এপ্রিল ২২, ২০১৪
অসর্তকতার কারণে যেন অকালে মরতে না হয়

ঢাকা: অসর্তকতার কারণে যেন আর কাউকে অকালে মরতে না হয় এমনটি আশা করেছেন চট্রগ্রামের আনোয়ারার মোহাম্মদ বেলালউদ্দিন।  

তিনি বলেন, জন সচেতনতা বাড়ালে সাগরে ডুবে যাওয়ার মতো ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব।

 

মোহাম্মদ বেলালউদ্দিন তার পাঠানো ইমেইলে উল্লেখ করেন- আমি চাই আর যাতে ইশতিয়াক, সাব্বির, সাদ্দামদের মত আর কাউকে অসর্তকতার কারণে অকালে হারাতে না হয়। শোকে বিহ্বল বন্ধুরা কি পারবে তাদের শোককে এবার শক্তিতে পরিণত করে নিজ উদ্যোগে সবাইকে সংগে নিয়ে এ বিষয়ে জনগণকে সচেতন করতে?

তিনি প্রশ্ন করেন, এত ঘটনার পরও সরকারের সংশ্লিষ্ট মহলের কি টনক নড়বে? সরকার কি পারবে দেশ-বিদেশের জনপ্রিয় লাভজনক এ সেক্টরকে বিতর্কের বাইরে রাখতে?

তিনি আশা প্রকাশ করে বলেন, এসব দুঘর্টনা থেকে আমরা যদি মুক্তি পেতে পারি তাহলে পর্যটন সেক্টর বাংলাদেশের জন্য আশির্বাদ হয়ে থাকবে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।