ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

নাগরিক মন্তব্য

এতোটা উচ্ছসিত না হয়ে সতর্ক হতে পারতো

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৩, এপ্রিল ২২, ২০১৪
এতোটা উচ্ছসিত না হয়ে সতর্ক হতে পারতো

ঢাকা: সেন্টমার্টিনে দুর্ঘটনাকবলিত ওই শিক্ষার্থীদের সঙ্গে কিছু সময় কাটানো এক পর্যটক দম্পতি জানালেন সে সময়কার কিছু মুহূর্তের কথা।

মঙ্গলবার বাংলানিউজ আয়োজিত নাগরিক মন্তব্যে অংশনিয়ে তারা সেন্টমার্টিন বিচের কিছু স্মৃতি তুলে ধরেন।



মবিনুল হক ও পারভিন নামে ওই দম্পতি বাংলানিউজকে জানান, সেন্টমার্টিন বিচে বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো উচ্ছসিত ও রোমাঞ্চিত শিক্ষার্থীকে দেখে অনেকভাল লেগেছিলো। তখনো বুঝতে পারিনি তাদের মধ্যে কয়েকজনের কপালে ঘটতে যাচ্ছে এতো নির্মম ঘটনা।

পরে যখন জানতে পারলাম আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীরা দুর্ঘটনাকবলিত হয়েছে এবং ৪জনের মৃত্যু ও ২জন নিখোঁজ রয়েছে তখন শুধু্ উচ্ছসিত মুখগুলো চোখের সামনে ভাসতেছিলো।

ওই দম্পতি আরো বলেন, তখন মনে হয়নি তারা কোনো ভুল করছে, কিন্তু এখন মনে হচ্ছে এতটা উশৃঙ্খল বা রোমাঞ্চিত না হয়ে সতর্ক হলে তা এ বিপদে এড়ানো যেতো্।  

দুর্ঘটনাকবলিত এলাকার খুব নিকটেই ছিলো নৌবাহিনীর একটা জাহাজ। তারা কি পারতো না ওই শিক্ষার্থীদের সতর্ক করতে?

দুর্ঘটনাকবলিত এবং ঝুঁকিপূর্ণ এলাকায় সতর্কিকরণ পতাকা ওড়ানোর ব্যবস্থা করা উচিত এবং পর্যটকদের আরো সতর্ক হয়ে পানিতে নামা উচিত বলে মন্তব্য করেন ওই দম্পতি।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।