ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

সুখবর পাবেন মীন, সাদা পোশাক পরুন কর্কট

জ্যোতিষ কুমারী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৫৮, এপ্রিল ২২, ২০১৪
সুখবর পাবেন মীন, সাদা পোশাক পরুন কর্কট

আজ কেমন যাবে
জ্যোতিষ কুমারী রুবাই
তারিখ- ২৩/০৪/২০১৪

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৩
কর্মের পরিমণ্ডল ভালোভাবে জেনে তবেই চুক্তি করবেন। সার্বিক পরিবেশ খুশির থাকলেও আর্থিক ক্ষতির যোগ আছে।

দৃঢ় প্রতিজ্ঞ হলে কোনো ধরনের বিচ্ছেদের কারণ ঘটবে না। পরিবেশ অনুকূল থাকায় প্রতিপক্ষ শান্ত থাকবে। সূর্য ডোবার আগে প্রয়োজনীয় কাজ সেরে ফেলুন।

টোটকা: ধর্মগ্রন্থ পাঠ করুন। ঈশ্বরের উদ্দেশ্যে সুগন্ধি ধূপ নিবেদন করুন। গরিবদের আজকের দিনে খাদ্য দান আপনার পক্ষে শুভ ।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৫
ঘনিষ্ঠ বন্ধুর থেকে মাতৃস্থানীয়া কারো হস্তক্ষেপে অধিক লাভের সম্ভাবনা। বিশ্বস্ত কারো সহযোগে কার্যসিদ্ধির সম্ভাবনা। পদস্থ ব্যক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারলে ভালো হবে। কিছু পাওনা অর্থ পেয়ে যেতে পারেন। দুপুরের পর ঝুঁকি নেবেন না। দুপুরের পর অশুভ কিছু প্রভাবে মন অশান্ত থাকবে।

টোটকা: কুকুর, গবাদি পশুদের খাদ্য দান করুন। শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৯
সামাজিক সম্মান ও প্রতিপত্তি যে তুলনায় বাড়বে অর্থ সেইভাবে আসবে না। আপনার কথার ভুলের জের পরিবেশকে সমস্যাবহুল করে তুলবে। কর্ম সংক্রান্ত খবরে নিশ্চিন্ত হবেন। সন্তানের মনের ইচ্ছা জানতে পারবেন।

টোটকা:  পানিতে কয়েকটি পদ্মফুল রেখে বসার ঘরে দক্ষিণ কোণে রেখে দিন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ১২
আটকে থাকা কাজে সাফল্য পাবেন। আপনার বক্তব্যের মূল্যায়ন আপনার মনের মতো নাও হতে পারে। বাধা হতে পারে ধরে নিয়ে কাজ করে যান। বিকেলে আপানর হাত দিয়ে এমন কাজ হয়ে যাবে জেটি ভাগ্যবলে আপনার চাতুর্য কেউ বুঝতে পারবে না। প্রিয়জনদের আবদারের জন্য ব্যয় করতে হবে সময়।

টোটকা: সাদা পোশাক পরুন। একটি পাত্রে পানিয়ে যব, গম , চাল ভিজিয়ে রাখুন।

সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৬
নানা ধরনের টানাপোড়েনে স্বকীয়তাকে টিকিয়ে রাখা প্রায় অসম্ভব হয়ে পড়বে। সকালের দিকে কাজে স্বাভাবিক গতি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কাজে গতি কমে আসনে। বিকেলে পরিস্থিতি জটিল  হতে পারে। নতুন কিছু আজকের দিনে শুরু করাটা ঠিক হবে না।

টোটকা: গোলাপজল মিশ্রিত জলে গোসল করুন। দিনে একবার অন্তত দারুচিনি ও মধু সেবন করুন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  শুভ রং: বেগুনি,  শুভ সংখ্যা: ৫
বিরোধীপক্ষের প্রভাবে অসম্মানিত হতে পারেন। কর্ম সংক্রান্ত বিষয়গুলি শেষ করুন। আজকের দিনে যতটা পরিশ্রম করবেন সেই অনুযায়ী ফল পাবেন না। শত্রুপক্ষের বিড়ম্বনায় কষ্ট পেতে পারেন। কর্মসূত্রে ভ্রমণের যোগ আছে।

টোটকা: কুকুরকে উচ্ছিষ্ট নয় এমন খাবার দিন। নিরামিষ খান। গবাদি পশুকে খাদ্য দান করুন।

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) শুভ রং: বেগুনি,   শুভ সংখ্যা: ৮
আজকের দিনে আপনার সফলতা নির্ভর করবে আপনার উদ্যমের উপর। সন্তানের ব্যাপারে চিন্তিত থাকবেন। প্রতিকূলতা বাড়তে পারে। সুযোগ এলেও দুপুরের পর সিদ্ধান্ত নিন। পাওনা আদায়ের যোগ আছে। সহকর্মীদের দ্বারা উপকৃত হতে পারেন।

টোটকা: গোলাপজল মিশ্রিত জলে গোসল করুন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৫
আজকের দিনের শুরুটা যুক্তির বিচারে বাধাবহুল মনে হলেও পরিণতিতে ফল শুভ হবে। নির্ভয়ে হয়ে কাজে এগিয়ে যান। তবে কিছুটা পারিবারিক দুশ্চিন্তা বজায় থকবে। উপস্থিত থাকতে হবে পারিবারিক কাজে। দুপুরের পর থেকে দিন থাকবে সুখপ্রদ।

টোটকা: ধর্মগ্রন্থ পাঠ করুন। ঈশ্বরের উদ্দেশ্যে সুগন্ধি ধূপ নিবেদন করুন। গরিবকে আজকের দিনে খাদ্য দান আপনার পক্ষে শুভ ।  

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ১৯
আজকের দিনে আপনাকে কেউ কোনো তথ্য দিতে চাইলে তাকে উপেক্ষা করবেন না। আপনার বক্তব্যের জবাবে কেউ আপনাকে মানসিক আঘাত করতে পারে। অতিকথন, বিতর্ক এড়িয়ে চলুন। প্রতিকূলতার সঙ্গে মানিয়ে চলতে হবে।

টোটকা: কাক-পক্ষীকে দানা শস্য দান করুন। কাজের জায়গায় একটি ত্রিকোণাকৃতির স্ফটিক রাখুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ২৩
পারিবারিক মতবিরোধের ফলে আর্থিক সংশয় দেখা দিতে পারে। উত্তেজনা পরিহার করুন। সমস্যায় পাশে পাবেন বন্ধুকে। কিন্তু দিনের অশুভ প্রভাবগুলি সহ্য করে চলতে হবে। নৈতিক যোগাযোগ  সফল করার জন্য কাউকে পাশে পেয়ে যাবেন। দিনের শেষ লগ্নে অশুভ প্রভাব কেটে যেতে শুরু করবে।

টোটকা: কুকুর, গবাদি পশুদের খাদ্য দান করুন। শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ৯
ব্যবসাগত কিছু অসুবিধা থাকলেও পারিবারিক দিক থাকবে সুখের। ইচ্ছা পূরণের যোগ দেখা যাচ্ছে। দিনের মধ্যে কাজ সহজে না হলেও সফলতা পাবেন। নতুন কাজের সূচনা হতে পারে। পরিবেশ অনুকূল থাকায় অর্থনীতিক বাধা কাটিয়ে উঠতে পারবেন।

টোটকা: কাজের জায়গায় একটি ত্রিকোণাকৃতির স্ফটিক রাখুন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং: আকাশি, শুভ সংখ্যা: ১১
শারীরিক জটিলতায় উপযুক্ত পরামর্শ নিন। যেকোনো ধরনের উত্তেজক মনোভাব সংযত রাখুন। সুখবর আসতে পারে। কিন্তু বিকেলের আগে কোনো শুভ খবর আসবে বলে মনে হচ্ছে না। লোকবল এবং মনোবল থাকলেও আপনার পাশে চিন্তাশীল লোকের অভাব বোধ করবেন।

টোটকা: কাক-পক্ষীকে দানা শস্য দান করুন। কাজের জায়গায় একটি ত্রিকোণাকৃতির স্ফটিক রাখুন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।