ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

লাল শুভ রং বৃশ্চিকের, কর্কটের অর্থলাভের যোগ

জ্যোতিষ কুমারী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০১, মে ৪, ২০১৪
লাল শুভ রং বৃশ্চিকের,  কর্কটের অর্থলাভের যোগ

আজ কেমন যাবে
জ্যোতিষ কুমারী রুবাই
তারিখ: ৪/৫/২০১৪

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ২
আপনার সহনশীলতা আপনাকে সুবিধাজনক অবস্থানে দাঁড় করাবে। কোনো সমস্যার মুখোমুখি হলে ধীরে চলার নীতি গ্রহণ করুন।

পারিবারিক কোনো ব্যাপারে আজকের দিনে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। পারিবারিক সমস্যায় ভেঙে না পড়ে রুখে দাঁড়ান।

টোটকা: কিছুটা ঘৃত, কিছুটা কালো জিরা এবং একটি লাল কাঁচা মরিচ একটি মাটির পাত্রে রেখে ঘরের বাইরে উত্তর কোণে সূর্য ডোবার আগ পর্যন্ত রেখে দিন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : নীল, শুভ সংখ্যা: ৪
আজ মানুষকে বোঝানোর দক্ষতা সঠিকভাবে কাজে লাগাতে পারবেন না। আপনার বিরোধিতায় মুখর হবে ঘনিষ্ঠ মানুষরা। যোগাযোগ রক্ষা করতে গিয়ে অতিরিক্ত ব্যয় হতে পারে। কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সেই চক্রান্তকে ব্যর্থ করে দিতে পারবেন। সন্তান নিয়ে উদ্বেগ দেখা দিতে পারে।

টোটকা: এক টুকরো গুড় সকালে উঠে দাঁত দিয়ে কেটে সেটিকে কোনো পুকুরের পানিতে ফেলে দিন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৭
সময়ে পৌঁছুতে না পারা নিয়ে কর্মক্ষেত্রে সমালোচনার শিকার হতে পারেন। কোনো অবাঞ্ছিত ঘটনায় জড়াতে পারেন। আবেগ নিয়ন্ত্রণ করুন। গোটা দিন কাটবে কিছু শুভ কিছু অশুভ ঘটনা নিয়ে। তবে সন্তান নিয়ে চিন্তা থেকে মুক্তি পাবেন।

টোটকা: একটি কুলোয় কিছুটা চালের মণ্ড, একটি কাচা কলা, কিছুটা তেল ও কয়েকটি দুর্বা ঘাস একসঙ্গে রেখে বাড়ির পশ্চিম কোণে রেখে দিন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ২
আজ আপনি যে কাজেই যুক্ত থাকুন না কেন উচ্চাশা পূরণের জন্য স্বাধীনভাবে কাজ করতে পারবেন। তবে আজকের দিনে কারো উপর বেশি নির্ভর করলে বিপদে পড়বেন। আজকের দিনে যেকোনো অপ্রীতিকর পরিবেশ এড়িয়ে চলুন। অর্থলাভের যোগ আছে।
 
টোটকা: সদর দরজার সামনে দুটি মাটির মঙ্গল ঘটে জল দিয়ে তাতে কিছুটা কাঁচা হলুদ, দুর্বা ঘাস ও কিছুটা ফুল ভিজিয়ে রাখুন।

সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট) শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৮
শুভযোগ আপনার কাছে আসা সমস্যাগুলি সমাধান করতে সাহায্য করবে। শুভ পরিবর্তনের মাধ্যমে উদ্যম বৃদ্ধি পাবে। তবে সন্ধ্যের পর অশুভ যোগ দেখা দিতে পারে। পুরনো পাওনা লাভের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

টোটকা: একটি বোঁটাযুক্ত পান, একটি গোটা সুপারি এবং একটি কলা বাড়ির পশ্চিম দিকের কোণে রেখে দিন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ৪
প্রয়োজনে মানুষের পাশে দাঁড়িয়ে আপনি সবার কাছে সম্মান আদায় করে নেবেন। অপ্রতিহত বাধা এলেও বুদ্ধির মাধ্যমে আপনি তার মোকাবিলা করতে পারবেন। ভাগ্যবলে অর্থকরী সহায়তা লাভ করবেন। কাজের জন্য সুখ্যাতি  লাভ করবেন। পরিবারের সদস্যরা  আজ আপনাকে নিয়ে গর্ববোধ করবে।

টোটকা: একটি লাল সুতি কাপড়ে কিছুটা কালো জিরে পুটুলি করে বেঁধে জলে ভাসিয়ে দিন।

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) শুভ রং হলুদ, শুভ সংখ্যা: ৯
পরিবেশ মোটামুটি স্বপক্ষে থাকলেও হঠাৎ সমস্যা দেখা দিতে পারে। বিদ্বজ্জনেরা শত্রুর মতো ব্যবহার করবে। অন্যের করা কোনো ভুল যদি সরাসরি আপনার ক্ষতি না করে তবে আজকের দিনে তা নিয়ে কথা না বলাই শ্রেয়। যেকোনো ধরনের প্রস্তাব এলে সেটি পরিবারের সঙ্গে আলোচনা না করে সিদ্ধান্ত নেবেন না।

টোটকা: সদর দরজার ঠিক নীচে দক্ষিণ দিকে তেল ও সিঁদুর দিয়ে একটি তীর ধনুকের ছবি এঁকে রাখুন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং: লাল,শুভ সংখ্যা: ৬
কোনো বিশ্বস্ত ব্যক্তিকে দিয়ে কিছু করানোর চেষ্টা করলেও আপনি তাতে নিরাশ হবেন। দিনের প্রথমভাগে বিরুদ্ধ পরিস্থিতি থেকে শত্রুতার সম্মুখীন হতে হবে। ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হতে পারেন। বিকেলের পর শুভ পরিবর্তন।

টোটকা:  একটি পাত্রে  যব, গম , চাল, কালো জিরা, কাঁচা মরিচ ভিজিয়ে বিছানার তলায় সারা রাত রাখুন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৪
বিশেষ কোনো যোগাযোগ আপনার কর্মব্যস্ততা বাড়াবে। আপনার কাজের প্রতিদান যেটুকু পাবেন তাতেই সন্তুষ্ট থাকুন। আজকের দিনে আপনার শত্রুপক্ষ অবদমিত থাকবে। কাজের অগ্রগতি বজায় থাকবে। পারিবারিক জীবনের বিশেষ মুহূর্তকে উপভোগ করতে পারবেন।
 
টোটকা: সদর দরজার ঠিক নীচে দক্ষিণ দিকে তেল ও সিঁদুর দিয়ে একটি তীর ধনুকের ছবি এঁকে রাখুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ১২
আজকের দিনে নিজের মতামত অন্যের উপর চাপিয়ে দেবেন না। সহোদরস্থানীয় কারো সঙ্গে সমস্যা দেখা দিতে পারে। সন্ধ্যে থেকে পরিবেশ জটিলতা মুক্ত হতে শুরু করবে। কর্মে লাভ এবং স্বজন সুখের লক্ষণ দেখা যাচ্ছে।

টোটকা: একটি কলা কিছুটা কালো জিরে কিছুটা চাল, সামান্য তিল, অল্প জল দিয়ে মেখে জলাশয়ে ভাসিয়ে দিন।

কুম্ভ:(২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) শুভ রং: সবুজ,শুভ সংখ্যা: ৮
বেলা যত গড়াতে থাকবে তত সমস্যা বাড়তে থাকবে। মন স্থির রাখতে চেষ্টা করলেও আপনার সামনে এমন কিছু কিছু ঘটনা ঘটতে পারে যেখানে আপনি বিচলিত হয়ে পড়বেন। আজকের দিনে কর্ম সংক্রান্ত খবর আসতে দেরি হয়ে যাবে, তবে খবর আসবে। সারাদিনে বিভিন্ন ধরনের মিশ্র খবরের মুখোমুখি হতে হবে।

টোটকা: সম্ভব হলে সর্পগন্ধা বা পাথর কুচি গাছ রোপণ করুন। অথবা কোনো সর্পগন্ধা গাছে জল দিন।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৪
আজকের দিনে যশ ভাগ্য বেশ শক্তিশালী থাকবে। বন্ধু স্থানীয় কারো সৎ পরামর্শে উন্নতি লাভ করবেন। কোনো তৃতীয় ব্যক্তির সহায়তায় অল্প কিছু আর্থিক লাভ হতে পারে। কাজের অগ্রগতি নিয়ে চিন্তায় থাকবেন। কাজের অগ্রগতি না হওয়া নিয়ে অন্য কোনো ব্যক্তিকে দোষ দিয়ে লাভ হবে না।

টোটকা: পাঁচটি আমের পল্লবের উপর চন্দনের একটি করে ফোঁটা দিয়ে প্রধান দরজায় ঝুলিয়ে রাখুন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মে ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।