ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

বাস্তুশাস্ত্রে বাড়ির আসবাবপত্রের স্থান নির্ধারণ

জ্যোতিষ কুমার রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৫, মে ১৫, ২০১৪
বাস্তুশাস্ত্রে বাড়ির আসবাবপত্রের স্থান নির্ধারণ

শুধু জমি, বাড়ির অবস্থান, রান্নাঘর, পড়ার ঘর, কাজের স্থান অথবা বাথরুমের সঠিক স্থান নির্ণয়ের মধ্যে বাস্তুশাস্ত্রের পরিধি সীমাবদ্ধ নয়। ঘরের অবস্থান বা বাড়ির ম্যাপ ছাড়িয়ে আপনার ঘরের টুকিটাকি বিষয় সম্পর্কেও মতামত রাখে বাস্তুশাস্ত্র।



জমি-বাড়ি তো অবশ্যই, কিন্তু আপনার নতুন কেনা ফ্ল্যাট বা আপনার প্রিয় বাড়ির কোথায় কোন আসবাব রাখলে তা বাস্তুশাস্ত্রের বিধি মনে হবে সেটা জানা একান্ত প্রয়োজন। কারণ ভুল জায়গায় ভুল আসবাব রাখার ফলে আপনার পারিবারিক জীবনে, শরীরের উপর খারাপ প্রভাব পড়তে পারে।

উদাহরণ হিসেবে বলা যায়, আপনার পড়াশুনা বা কাজের টেবিলটি যদি বাড়ির মূল দরজার খুব কাছাকাছি হয় তবে আপনার কাজে মন দিতে খুব অসুবিধা হওয়াটাই স্বাভাবিক। আবার যদি আপনার বিশ্রামের খাটটি রাস্তার দিকের জানলার সামনে রাখা থাকে তবে বিভিন্ন গাড়ি, লোক চলাচলের শব্দে আপনার বিশ্রামের ব্যাঘাত ঘটবে।

বাস্তু বিচারে আবশ্যক বাড়িই হোক বা ফ্ল্যাট, তা বাস্তু পরিকল্পিত হতে গেলে বিভিন্ন বিষয় খুঁটিয়ে বিচার বিশ্লেষণ করা প্রয়োজন হয়। সাধারণত কি কি বিষয় মাথায় রাখলে আপনার সাধের বাড়ি বা ফ্ল্যাটটি বাস্তু পরিকল্পিত হতে পারে সেগুলির একটি তালিকা দেওয়া হলো:

জমির গুণাগুণ বিচার, জমির পারিপার্শ্বিক পরিবেশ বিচার, বাড়ি বা ফ্ল্যাটের নানা রকম ঘরের শুভাশুভ গুণ বিচার। প্রার্থনার স্থানের অবস্থান, জলাধারের অবস্থান, ফ্ল্যাট বা বাড়ির প্রধান প্রবেশ দ্বার, শৌচাগার/স্নানাগারের শুভ-অশুভ বিচার, রান্নাঘরের অবস্থান, সেপটিক ট্যাঙ্কের অবস্থান, বিভিন্ন ঘরের রং আসবাবপত্রের প্লেসমেন্ট ইত্যাদি।

উপরের তালিকার প্রতিটা বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করে তবেই সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয় যে সংশ্লিষ্ট বাড়ি বা ফ্ল্যাটটিতে কোনো বাস্তুদোষ রয়েছে কি-না।

এখন আমরা আলোচনা করব নিত্য ব্যবহার্য কিছু আসবাবপত্রের রাখার জায়গা সম্পর্কে।

আধুনিক সমাজ জীবনে আসবাবপত্রের ব্যবহার অপরিহার্য। বিশ্বায়নের এই যুগে নিত্য নতুন আসবাবপত্রের প্রয়োজনীয়তাও উত্তরোত্তর বেড়ে চলেছে। তারই মধ্যে আমরা বেছে নেব এমন দু’টি আসবাবপত্র যার ব্যবহার প্রতিটি বাড়িতেই প্রায় অপরিহার্য। আর এসব আসবাবপত্র কীভাবে কোথায় রাখলে তা বাস্ত্ত পরিকল্পিত হবে তার জন্য রইল স্পেশাল কিছু টিপস।

গৃহকর্তার আলমারি

এখানে গৃহকর্তা বলতে সংশ্লিষ্ট বাড়ির প্রধান উপার্জনকারীকে বোঝানো হয়েছে৷ তার ঘরের আলমারির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজনীয় কাগজপত্র, দলিল-দস্তাবেজ, গয়নাগাটি, টাকা-পয়সা সাধারণত এই আলমারিতেই থাকে। পাশাপাশি অনেকেই ব্যাংকের লকারও এ উদ্দেশ্যে ব্যবহার করে থাকেন।

● এই আলমারি ঘরের দক্ষিণ-পশ্চিমে খাটের পাশে এমনভাবে রাখতে হবে যাতে আলমারির মুখ থাকে উত্তর দিকে। কারণ উত্তর দিক হলো কুবেরের দিক।

● দক্ষিণ-পশ্চিমে ভারী আলমারি রাখা সম্ভব না হলে কর্তার ঘরের উত্তরে ছোট আলমারিতে মূল্যবান কাগজপত্র ও টাকা পয়সা রাখা যেতে পারে।

● দক্ষিণ-পশ্চিমে ভারী জিনিসপত্র রাখার অন্যতম প্রধান কারণ এতে সূর্যের অতিবেগুনি রশ্মি অনেকটাই আটকায়। তাই সংশ্লিষ্ট ঘরের বাসিন্দারা শারীরিকভাবে সুস্থ থাকেন।

● অনেকের স্বভাব আলমারির দরজা খুলে রাখা। অনেকে বন্ধ করতে ভুলে জান। আবার অনেকে আলমারি বন্ধ করে তাতে চাবিটি ঝুলিয়ে রেখে অন্য কাজে চলে জান। আলমারি কখনও ‘হাট' করে খুলে রাখবেন না। এমন কি অর্ধেক খোলাও বেশিক্ষণ রাখবেন না। এতে জিনিসপত্র হারিয়ে যাওয়ার সম্ভাবনা যে রকম বৃদ্ধি পায়, সেরকমই আর্থিক সমস্যা মাথা তুলে ওঠে।

ড্রেসিং টেবিল

ড্রেসিং ইউনিট বা নিদেনপক্ষে ড্রেসিং টেবিল সাধারণত প্রতিটা ঘরেই দেখতে পাওয়া যায়। অবশ্য জায়গার অভাবে ড্রেসিং টেবিল না কিনে দেওয়ালে আয়না ও তাক লাগিয়ে ড্রেসিং ইউনিটও বানিয়ে নিতে পারেন। তাতে জায়গা ছোট হলেও সমস্যা মিটে যায়। তবে যাই করুন তা যেন বাস্ত্ত পরিকল্পিত হয়।

● খাটের মুখোমুখি ড্রেসিং টেবিল, আয়না ইত্যাদি রাখবেন না।

● খাটের ছায়া যেন সরাসরি 'ড্রেসিং মিরর'-এ না পড়ে৷ কারণ শয়নরত অবস্থায় এই রকম ছায়া বা প্রতিবিম্ব অত্যন্ত অশুভ ফল প্রদানকারী।

● ড্রেসিং টেবিল বা আয়না পূর্বদিকের দেওয়ালে রাখা যেতে পারে৷ না হলে উত্তর দিকের দেওয়ালেও রাখতে পারেন।

● ভাঙা বা চিড় খাওয়া আয়না ঘরে রাখবেন না। এটা অত্যন্ত অশুভ ফল প্রদানকারী।

নিত্য ব্যবহার্য এই দু’টি গুরুত্বপূর্ণ আসবাবপত্রই শুধু নয়, এরকম প্রতিটি আসবাবপত্র যদি যথাসম্ভব বাস্ত্ত পরিকল্পিত উপায়ে ঘরের মধ্যে রাখা যায় তাহলে সংশ্লিষ্ট ফ্ল্যাট বা বাড়ির প্রতিটা কোণায় শুভ প্রভাব পড়ে। যার ফলে সারা জীবন সুখ, শান্তি ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে ওঠে। সংশ্লিষ্ট ফ্ল্যাট বা বাড়িতে বসবাস প্রকৃত অর্থেই স্বপ্ন সুন্দর হয়।

তাই শুধু জমি, বাড়ি নির্মাণের ক্ষেত্রেই নয়, আসবাবপত্রের রখাটাও বাস্তু মেনেই করুন। সমস্ত বাধা-বিপত্তি কাটিয়ে আপনারও জীবন হয়ে উঠুক মসৃণ। পথ চলা হোক সহজ।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মে ১৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।