আজ কেমন যাবে
জ্যোতিষ কুমারী রুবাই
তারিখ: ১৬/৫/২০১৪মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩
কাজের সঠিক মূল্যায়নে আপনার উৎসাহ বাড়বে। যোগ্যতার জন্য প্রশংসা পাবেন।
টোটকা: গাড়ি চালকেরা গাড়িতে সিঁদুর ও তেল দিয়ে সামনের দিকে একটি সূর্য চিহ্ন এঁকে রাখুন।

হঠাৎ আসা শুভ কোনো খবরে উত্তেজিত হতে পারেন। বাড়ির প্রিয় মানুষদের সঙ্গে মতবিরোধ হতে পারে। আজকের দিনে আপনার নেওয়া পদক্ষেপগুলি আশপাশের লোকের সহমত পাবেন। আপনার পরিচিত কেউ আপনার সমস্যা হাল্কা করে দেবে।
টোটকা: দিনে একবার অন্তত দারুচিনি ও মধু সেবন করুন।

সবার আগে পড়ে থাকা কাজ শেষ করুন। পারিবারিক কারণে মন অশান্ত থাকতে পারে। যতটা আপনার পক্ষে সম্ভব তার বেশি দায়িত্ব নেবেন না। পরিবেশ অনুকূল থাকলেও কোনো লোভনীয় প্রস্তাবে রাজি হলে আপনি অপবাদের শিকার হতে পারেন।
টোটকা: সম্ভব হলে সর্পগন্ধা গাছ রোপণ করুন। অথবা কোনো সর্পগন্ধা গাছে জল দিন।

আজকের দিনে সাংসারিক আনন্দ ও অর্থনৈতিক উন্নতিতে দিনটি ভালোই কাটবে। কোথাও যাওয়ার চেষ্টা করলেও আপনার প্রয়োজনীয় জায়গাটিতে গিয়ে উঠতে পারবেন না। সহদরস্থানীয় কারো পরামর্শ মেনে চললে কাজ সফল সম্ভাবনা থাকবে। কর্মস্থলে বিরূপ ব্যবহার মানিয়ে চলতে হবে। পরিস্থিতি না বদলালেও বুদ্ধির প্রয়োগে আপনার কাজের কিছুটা সুবিধা হবে।
টোটকা: বাড়ির দক্ষিণ দিকে সাদা ফুলের টব রাখলে সৌভাগ্য আসবে।

আজ আপনার কোনো উদ্যোগের পরিপ্রেক্ষিতে আপনাকে ভয় দেখাতে পারে আপনার পরিচিত কেউ। দূরের কোনো ক্ষেত্র থেকে অর্থ লাভের সম্ভাবনা আছে। তবে প্রয়োজনীয় কাজ শেষ হলেও অনাদায়ী অর্থ লাভের চেষ্টা বিশেষ সফল হবে না। বিরোধ এড়িয়ে চলার চেষ্টা করুন। বিরোধ এড়িয়ে চলতে পারলে অর্থ নষ্ট হবে না।
টোটকা: নিজের পকেটে তুলসী পাতায় একটি চন্দনের টিপ দিয়ে কাছে রাখুন।

কর্মক্ষেত্র ও পরিবারে সফলতা দেখা দেবে। শুভযোগ আপনি অনুভব করতে পারবেন। অগ্রজসম কারো সঙ্গে মনোমালিন্য হতে পারে। তবে গোলমাল হচ্ছে এমন পরিবেশে কোনো কাজ না করাই ভালো। সন্ধ্যের পর দুশ্চিন্তার প্রকোপ কমতে পারে। অন্য কারো কাজ আপনাকে শেষ বেলায় করে দিতে হতে পারে।
টোটকা:পাখিদের ফল ভোজন করান। কাজের জায়গায় একটি ত্রিকোণাকৃতির স্ফটিক রাখুন।

বন্ধুভাগ্য কিঞ্চিৎ প্রতিকূল। বন্ধুরা বেশিরভাগ সময় আপনার সমালোচনায় ব্যস্ত থাকবে। আজ পরিশ্রমের তুলনায় প্রাপ্তিযোগ নেই। আর্থিক ক্ষতির যোগ আছে। বিবেচনা করে তবেই কোনো কাজে অংশ গ্রহণ করার ক্ষেত্রে মতামত দিন। যশ লাভের যোগ ক্ষীণ।
টোটকা: শোবার ঘরে একটি পিতলের পাত্রে পানি দিয়ে তিনটি পদ্মফুল রাখলে উপকার পাবেন। অষ্টধাতুর মূর্তি কাজের জায়গায় রাখুন।

আজকের দিনটি আপনার কাছে থাকবে অভিজ্ঞতায় ভরপুর। প্রয়োজনীয় কাজ ভালোভাবেই সম্পন্ন হবে। আটকে থাকা অর্থ পেয়ে যাবেন। সরাসরি কেউ শত্রুতা না করলেও আপনার হয়ে যাওয়া কাজ সম্পন্ন হতে পারবে না। অশুভ প্রভাবের ফলে মন অবসন্ন থাকবে। রাতের দিকে পরিবেশ কিছুটা অনুকূল হতে পারে।
টোটকা: সম্ভব হলে সর্পগন্ধা গাছ রোপণ করুন।

পরিবারের কোনো ব্যক্তির অসুস্থতা মানসিক নিরানন্দের কারণ হতে পারে। কর্মক্ষেত্রে যদি কোনো সুযোগ আসে তাকে গ্রহণ করুন। ফলপ্রসূ আলোচনার মাধ্যমে পারিবারিক সমস্যার সমাধান বেরিয়ে আসবে। পরিবেশ আপনার পক্ষে থাকায় শত্রুর মাধ্যমেই কাজ করিয়ে নিতে পারবেন। বেহিসাবি খরচ থেকে সাবধান থাকুন।
টোটকা: হরিতকি ও কাঁচা হলুদ একটি স্বস্তিক চিহ্ন আঁকা ঘটে রেখে বসার ঘরের দক্ষিণে রেখে দিন।

ভাগ্যের সহায়তায় কঠিন কাজও আজকের দিনে সহজ হয়ে যাবে। পদস্থ ব্যক্তির সান্নিধ্য ও অগ্রগতির সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশ্বস্ত কেউ আপনাকে সহায়তা করবে। সৎ ও অসৎ দু’ধরনের লোকের সঙ্গেই আপনার দেখা হবে।
টোটকা: একটি কলাকে কিছুটা কালো জিরে, কিছুটা চাল, সামান্য তিল অল্প পানি দিয়ে মেখে জলাশয়ে ভাসিয়ে দিন।

চেষ্টার মাত্রা বাড়িয়ে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলতে হবে। পারিবারিক কোনো পরিবর্তনের ফলে খরচা বাড়তে পারে। মন কিছুটা অশান্ত থাকবে। অযথা উত্তেজিত হয়ে পড়তে পারেন। এ বিষয়ে সতর্ক থাকুন।
টোটকা: দুধের সাথে অল্প কাঁচা হলুদ মিশিয়ে পান করুন।

অপরিচিত বা অল্প পরিচিত কোনো ব্যক্তি আজ হঠাৎ করে আপনার সাহায্যের জন্য হাজির হতে পারে। উদ্যমের জোরে নিজে সুনাম অর্জন করবেন। তবে জোর করে কিছু করতে চেষ্টা না করাই মঙ্গল। দিনের শেষে শত্রুপক্ষ দুর্বল হলেও উদ্বেগ রয়ে যাবে।
টোটকা: পাঁচটি যেকোনো ধাতু একটি লাল কাপড়ে জড়িয়ে কাজের টেবিলে রাখুন।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মে ১৬, ২০১৪