আজ কেমন যাবে
জ্যোতিষ কুমারী রুবাই
তারিখ- ১৭/৫/২০১৪মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ২১
আবেগতাড়িত না হয়ে যুক্তি দিয়ে মোকাবিলা করুন। প্রয়োজনীয় কাজ শেষ করার সুযোগ পাবেন।
টোটকা: পাঁচটি সিম বীজ ও কিছুটা সজনে ফুল একটি হলুদ কাপড়ে বেঁধে মাটির পাত্রে বিছানার তলায় রেখে দিন। পরের দিন সূর্য ওঠার আগে সেটিকে জলে ভাসিয়ে দিন।

মানুষ চেনার সহজাত ক্ষমতার মাধ্যমে কাছের কারো স্বরূপ চিনতে পারবেন। অনেক দিন বাদে নিজের কোনো জিনিস ফেরত পাবেন। দুপুরের পর শত্রুরা আপনার বিচক্ষণতায় দুর্বল হয়ে পড়বে। প্রণয়ের ব্যাপারে যোগাযোগ হতে পারে।
টোটকা: একটি মাটির পাত্রে কিছুটা গুড়, একটি পান, কিছুটা তেল এবং কয়েকটি দুর্বা ঘাস একসঙ্গে রেখে বাড়ির পশ্চিম কোণে রেখে দিন।

অস্বস্তিকর পরিবেশে মানিয়ে চলুন। পারিবারিক অশান্তি ও অর্থ অপচয়ের আশঙ্কা আছে। লক্ষ্য রাখবেন আপনার প্রচেষ্টায় যেন কোনো ঘাটতি না থাকে। সামান্য প্রাপ্তিযোগ আছে।
টোটকা: একটি নিমপাতা ও সামান্য চাল সকালে উঠে চিবিয়ে সেটিকে জলে ফেলে দিন।

দূর থেকে আসা কোনো আশাব্যাঞ্জক সংবাদ আপনার বর্তমান পরিস্থিতিতে পরিবর্তন আনতে পারে। অর্থনৈতিক নৈরাশ্য ও কর্মে বাধা থাকবে। দিনের শেষে প্রাপ্তিযোগ। প্রেমযোগ দেখা যাচ্ছে।
টোটকা: শুকনো লঙ্কা, সাদা জিরা ও পাতি লেবু একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে বাড়ির সদর দরজার বাইরে রাখুন।

কাজ নিয়মে বেঁধে ফেলতে পারবেন। সন্ধ্যায় বন্ধুর সঙ্গে যোগাযোগ করতে পারে। সন্তানের শুভ খবর আসতে পারে। কোনো শর্তসাপেক্ষ চুক্তিতে যাবেন না। আপনার করা কাজ নিয়ে সমালোচিত হতে পারেন।
টোটকা: শুকনো লঙ্কা, সাদা জিরা ও পাতি লেবু একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে বাড়ির সদর দরজার বাইরে রাখুন।

স্বেচ্ছায় যা ছেড়ে ছিলেন তা ফেরত পেতে পারেন। আর্থিক দিক থেকে সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে ভুল কথা বলে নিজেই নিজের প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না। পারিবারিক সমস্যা পুনরায় মাথা তুলে উঠতে পারে। আয়-ব্যয়ের সমতা রক্ষা করা কঠিন হতে পারে।
টোটকা: বেল পাতায় একটি চন্দনের টিপ দিয়ে কাছে রাখুন।

পরিবেশের প্রভাব কর্মস্থলে বিশেষভাবে প্রভাবিত করবে। কাজকর্মের পিছনে কাজ করবে বিশেষ নীতিবোধ। যতটা সম্ভব কাজের আলোচনা সূর্য ডোবার আগে সেরে ফেলতে হবে। লেনদেনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। প্রেমের যোগ দেখা যাচ্ছে।
টোটকা: পানিতে নিমপাতা ও কালোজিরা রেখে বসার ঘরে দক্ষিণ কোণে রেখে দিন।

আনন্দ, অভিমান, মনস্তাপ-নানা অনুভূতির সমন্বয় ঘটবে। তবে আত্মহারা হবেন না। দুপুরে সামান্য কারণে অপমানিত হতে পারেন। ভাগ্যের শুভ প্রভাব সন্ধ্যের পর লক্ষ্য করবেন। সব মিলিয়ে গোটা দিনে স্থিতাবস্থা বজায় থাকবে। রাতে অজানা কারণে অর্থ ব্যয় হতে পারে। কাজের অগ্রগতি ব্যাহত হতে পারে।
টোটকা: একটি পাত্রে পানিতে কলাই, ধান, তিল, ভিজিয়ে রান্না ঘরে রাখুন।

পরিস্থিতি অস্থির থাকলেও ধীরে ধীরে সামলে নিতে পারবেন। বকেয়া পাওনা আদায় হতে পারে। নতুন কোনো সিদ্ধান্ত নেবেন না। শরীর নিয়ে চিন্তা থাকবে। শরীরের জন্য কোনো কাজে মন দিতে পারবেন না। পারিবারিক পরিস্থিতি অটুট রেখে তবেই কোনো ঝুঁকি নেবেন।
টোটকা: শোবার ঘরে সাদা ও নীল ফুলের তোড়া রাখুন।

আপনার তৎপরতার উপর নির্ভর করছে আপনার উন্নতি। বিকেলের পর কর্মস্থলে নতুন কোনো উন্নতির সুযোগ। কোনো পদস্থ ব্যক্তির মাধ্যমে উন্নতি হতে পারে। সহকর্মীর কোনো দুষ্ট মনোভাব ধরে ফেলতে পারবেন। দিন গড়াতে থাকলে জটিলতা কমতে থাকবে।
টোটকা: গরিবদের আজকের দিনে খাদ্য দান আপনার পক্ষে শুভ।

নানা কর্মকাণ্ডে জড়িয়ে পরবেন। গুপ্ত শত্রুতায় অর্থ নষ্টের আশঙ্কা আছে। বিকেলের দিকে দিনটি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। পরিবারের আনন্দ বজায় থকবে। দুপুরের পর গুপ্তশত্রুতার সমস্যা কমে আসবে। প্রেমযোগ আছে।
টোটকা: পানিতে তিনটি পানপাতা রেখে রান্না ঘরে রেখে দিন।

বহিরাগত কোনো ঝামেলায় অর্থ নষ্ট ও ব্যয় বাড়তে পারে। কাজের অগ্রগতি অব্যাহত থাকবে। সন্ধ্যায় শুভ পরিবর্তন হবে তবে তার ফলে আর্থিক সুবিধা হবে না। সামাজিক কাজে সম্মান পাবেন। কোনো জটিল সিদ্ধান্ত নিতে হলে বাবার সাহায্য নিন।
টোটকা: একটি পাত্রে যব, গম , চাল, কালো জিরা, কাঁচা মরিচ ভিজিয়ে বিছানার তলায় সারা রাত রাখুন।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মে ১৬, ২০১৪