ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

খাদ্যের সন্ধানে গোয়ালন্দে দলছুট হনুমান

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:১৩, মে ১৭, ২০১৪
খাদ্যের সন্ধানে গোয়ালন্দে দলছুট হনুমান ছবি: বাংলানিউজটোয়েন্টফোর.কম

গোয়ালন্দ(রাজবাড়ী): বিরল প্রজাতির কালোমুখো একটি হনুমান খাদ্যের অন্বেষণে দলছুট হয়ে কয়েকদিন ধরে গোয়ালন্দের পৌর এলাকায় ঘুরে বেড়াচ্ছে।

পথ ভোলা দুরন্ত হনুমানকে অনুসরণ করে মজাও পাচ্ছে স্থানীয় বিভিন্ন বয়সের উৎসুক মানুষ।

কেউ ঢিল ছুঁড়ে হনুমানটিকে বিরক্ত করছে আবার কেউ খাবার দিয়ে কাছাকাছি আনার চেষ্টা করছেন। বিশেষ করে স্কুলগামী শিশুদের জন্য অন্যরকম মজারখোরাক হয়েছে এ হনুমানটি।
Goalundo_Photo
ঈগল পরিবহনের দৌলতদিয়া ঘাট সুপারভাইজার সুকুমার মণ্ডল বাংলানিউজকে জানান, কালোমুখো এ বিরল প্রজাতির হনুমান সাধারণত যশোর জেলার কেশবপুরে বাস করে। ওই এলাকা থেকে ঢাকাগামী কলা বোঝাই ট্রাকে ক্ষুধার্ত হনুমান কলা খেতে খেতে দলহারা হয়ে এ এলাকায় চলে এসেছে।
Goalundo_Photo_2
এর আগেও একাধিক হনুমান এভাবে গোয়ালন্দে এসে কয়েকদিন পর বিদ্যুতের তারে জড়িয়ে মারা যাওয়ার ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ০১৪৬ ঘণ্টা, মে ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।