গোয়ালন্দ(রাজবাড়ী): বিরল প্রজাতির কালোমুখো একটি হনুমান খাদ্যের অন্বেষণে দলছুট হয়ে কয়েকদিন ধরে গোয়ালন্দের পৌর এলাকায় ঘুরে বেড়াচ্ছে।
পথ ভোলা দুরন্ত হনুমানকে অনুসরণ করে মজাও পাচ্ছে স্থানীয় বিভিন্ন বয়সের উৎসুক মানুষ।

ঈগল পরিবহনের দৌলতদিয়া ঘাট সুপারভাইজার সুকুমার মণ্ডল বাংলানিউজকে জানান, কালোমুখো এ বিরল প্রজাতির হনুমান সাধারণত যশোর জেলার কেশবপুরে বাস করে। ওই এলাকা থেকে ঢাকাগামী কলা বোঝাই ট্রাকে ক্ষুধার্ত হনুমান কলা খেতে খেতে দলহারা হয়ে এ এলাকায় চলে এসেছে।

এর আগেও একাধিক হনুমান এভাবে গোয়ালন্দে এসে কয়েকদিন পর বিদ্যুতের তারে জড়িয়ে মারা যাওয়ার ঘটনা ঘটেছে।
বাংলাদেশ সময়: ০১৪৬ ঘণ্টা, মে ১৭, ২০১৪