আজ কেমন যাবে
জ্যোতিষ কুমারী রুবাই
তারিখ- ১৮/৫/২০১৪মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১৯
ব্যবসায়িক বিষয়ে প্রতিকূল পরিস্থিতি বজায় থাকবে। সকালের দিকটা দুশ্চিন্তাপূর্ণ হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিবেশ অনুকূলে আসতে থাকবে।
টোটকা: বাড়ির দক্ষিণ দিকে সাদা ফুলের টব রাখলে সৌভাগ্য আসবে।

কোনো কারণে আপনার কথা পরিবারে অবজ্ঞা করা হতে পারে। তবে অন্যভাবে সম্মান প্রাপ্তি আপনাকে উদ্যমী করে তুলবে। নিজের ইচ্ছে ব্যক্ত করার ক্ষেত্রে দুপুরের পরের সময়টা বেছে নিতে পারেন। আজ শত্রুকে আপনি চিনে নিতে পারবেন। বুঝে নিতে পারবেন শত্রুর আগাম পদক্ষেপ। দিনের শেষভাগে আপনার পরিকল্পনা অপ্রত্যাশিতভাবে সফল হয়ে যেতে পারে।
টোটকা: নিজের পকেটে তুলসী পাতায় একটি চন্দনের টিপ দিয়ে কাছে রাখুন।

পরিবেশ অনুকূল থাকায় আপনি কর্তৃপক্ষের সুনজরে পড়বেন। তবে কাজের ক্ষেত্রে বড় কোনো ভুল থেকে বাঁচতে সতর্ক থাকা দরকার। ব্যবসায় বেশি লাভের আশা করার ফলে ঠকে যেতে পারেন। প্রচণ্ড পরিশ্রম শরীরকে অবসাদগ্রস্ত করে তুলতে পারে। বন্ধুদের কারো সাহায্যে সমস্যা কিছুটা কমতে পারে।
টোটকা: কাজের টেবিলে একটি ত্রিভুজ আকৃতির স্ফটিক রাখুন।

আজকের দিন কাটবে বর্ণিল। সামান্যতম ‘সিরিয়াস’ হওয়ার সুযোগ পাবেন না। হাসি-মজার মধ্যদিয়েই কোনো ভুল ঠিক করতে পারবেন। তবে কোনো বন্ধুর উপর নির্ভর করে ঠকতে পারেন। দিনের শেষে আপনার হস্তক্ষেপে এলোমেলো পরিস্থিতি শান্ত হবে।
টোটকা: শোবার ঘরে একটি পিতলের পাত্রে জল দিয়ে তিনটি পদ্মফুল রাখলে উপকার পাবেন।

মানসিক শান্তি বজায় থাকবে। কোনো ব্যক্তিকে উপেক্ষা করবেন না। বিকেলের পর থেকে সময়টা তাৎপর্যপূর্ণ। সামাজিক কাজের সম্মানজনক ফল পেতে পারেন। আপনার সচেতনতাই আপনাকে ভ্রান্ত পথ থেকে দূরে রাখবে। তবে আপনাকে বুঝতে না পেরে কেউ অভিমান করতে পারে।
টোটকা: গাড়ি চালকেরা গাড়িতে সিঁদুর ও তেল দিয়ে সামনের দিকে একটি সূর্য চিহ্ন এঁকে রাখুন।

আত্মবিশ্বাসের অভাবে সমস্যা বাড়তে থাকবে। ছাত্রদের ক্ষেত্রে দিনটি শুভ। চাকরিপ্রার্থীদের নতুন কাজের সন্ধান আসতে পারে। আপনার উদ্যোগে বহুজনের সমর্থন পেতে পারেন। প্রেমের যোগ বর্তমান।
টোটকা: অষ্টধাতুর মূর্তি কাজের জায়গায় রাখুন।

কর্মক্ষেত্রে বাদানুবাদ হতে পারে। ফলে কাজে অগ্রগতি হবে না। সন্ধ্যের পর কোনো কাজ অপছন্দ হওয়াতে সাময়িক অশান্তি হতে পারে। উত্তেজিত হয়ে কোনো কথা বলে ফলে মনে অনুশোচনা আসবে। কাজের দিক থেকে আসা শুভ খবরে আপনার ভিতরকার উদ্যম বাড়বে।
টোটকা: কাক-পক্ষীকে ফল ভোজন করান।

কর্মক্ষেত্রে পদোন্নতিতে বাধা আসবে। নিজের ইচ্ছায় দায়িত্ব নিলেও পরে পিছিয়ে আসতে হবে। অন্যের দেওয়া সুযোগে আপনার কাজের বেশ কিছুটা সুবিধা হতে পারে। আইনানুগ বিষয় নিয়ে আলোচনায় বসতে হতে পারে।
টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।

সহজ বিষয় জটিল হয়ে যাবে। হিসাব-নিকাশ নিয়ে সতর্ক থাকুন। কাজের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখতে বেগ পেতে হবে। দিনের শেষে চিন্তা মুক্তি ঘটবে। দিনের শেষে কোনো খবরে সমস্যা সমাধানের ইঙ্গিত পেতে পারেন। আজকের দিনে কোনো সিদ্ধান্ত না নেওয়াই শুভ।
টোটকা: সাদা পোশাক পরুন। একটি পাত্রে পানিতে যব, গম, চাল ভিজিয়ে রাখুন।

আজকের দিনে অতিরিক্ত খরচের যোগ আছে। প্রাপ্য আদায় করতে হিমশিম খাবেন। ব্যবসা নিয়ে নতুন সমস্যায় পড়তে হবে। ভেবে-চিন্তে তবেই কথা দেবেন। স্বজন কোনো মানুষের মাধ্যমে উপকৃত হতে পারেন। প্রেমযোগ আছে।
টোটকা: গোলাপজল মিশ্রিত জলে গোসল করুন।

প্রেমযোগ শুভ। তবে কাজের ক্ষেত্রে অগ্রগতিতে বাধা আসবে। অর্থকরী দুশ্চিন্তায় নাকাল হতে হবে। প্রয়োজনীয় কাজ দুপুরের মধ্যে শেষ করুন। দিনের প্রথম ভাগ যথেষ্ট বাধাবহুল বলে পরিলক্ষিত হচ্ছে। দিনের শেষে সমস্যা কমতে পারে।
টোটকা: কুকুরকে উচ্ছিষ্ট নয় এমন খাবার দিন। গবাদি পশুকে খাদ্য দান করুন।

কর্মক্ষেত্রে উন্নতির যোগ আছে। নির্বিঘ্নে দায়িত্ব পালনে সক্ষম হলেও বিতর্কমূলক পরিবেশ বজায় থাকবে। দুপুরের পর একটু একটু করে পরিবেশ পক্ষে আসবে। ব্যয় বাড়বে, সঞ্চয়ের ক্ষেত্রে ঘাটতি হতে পারে।
টোটকা: কাককে শস্য দানা দান করুন।
বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, মে ১৮, ২০১৪