আজ কেমন যাবে
জ্যোতিষ কুমারী রুবাই
তারিখ: ২২/৫/২০১৪মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ২১
শিক্ষাক্ষেত্রে সম্মান অর্জন করবেন। দুপুরের আগে কোনো বিশেষ কাজ সফল না হলে কাজটির সফলতা পেতে সমস্যা হবে।
টোটকা: পাঁচটি সিম বীজ ও কিছুটা সজনে ফুল একটি হলুদ কাপড়ে বেঁধে মাটির পাত্রে বিছানার তলায় রেখে দিন। পরের দিন সূর্য ওঠার আগে সেটিকে জলে ভাসিয়ে দিন।

কর্মস্থলে দক্ষতার মাধ্যমে সবাইকে প্রাভাবিত করতে পারবেন। বেলার দিকে নিজের কাজ নিয়েই বেশ কিছুটা নিশ্চিন্ত অনুভব করবেন। দুপুরের দিকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা। সন্ধ্যার পর অশুভ পরিবর্তনের ফলে আত্মীয় –বন্ধুদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে।
টোটকা: একটি মাটির পাত্রে কিছুটা গুড়, একটি পান, কিছুটা তেল এবং কয়েকটি দুর্বা ঘাস একসঙ্গে রেখে বাড়ির পশ্চিম দিকে রেখে দিন।

ব্যবসাক্ষেত্রে সদর্থক সাড়া পাবেন। গুরুজনদের পরামর্শ মেনে চললে শুভ ফল পাবেন। আগের কোনো ব্যবসায়িক সমস্যার সমাধানের জন্য উপযুক্ত যোগাযোগ হতে পারে। আয়-ব্যয়ের সমতা রক্ষা করা কঠিন হবে।
টোটকা: একটি নিমপাতা ও সামান্য চাল সকালে উঠে চিবিয়ে সেটিকে জলে ফেলে দিন।

মনের জোর বজায় রাখুন। একটু সময় লাগলেও নতুন কর্মস্থলে খাপ খাইয়ে নেবেন। তবে প্রাথমিকভাবে পরিশ্রমের তুলনায় সাফল্য আসবে না। বেলা গড়াবার সঙ্গে সঙ্গে পরিবেশ আপনার অনুকূলে আসতে থাকবে। কর্মক্ষেত্রে নির্দেশ পালনের সময় সতর্ক থাকুন।
টোটকা: শুকনো লঙ্কা, সাদা জিরা এবং পাতি লেবু একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে বাড়ির সদর দরজার বাইরে রাখুন।

সফলতা লাভ করতে অনেকটাই কসরত করতে হবে। সমস্যা সমাধানে পারিপার্শ্বিক লোকজনের সাহায্য পাবেন। প্রতিকূলতার মধ্যে মাথা ঠান্ডা রেখে চলতে হবে। উত্তেজনার ফলে কোনো পরিকল্পনা বাস্তবায়িত করা সম্ভব হবে না। দিনের শেষে শুভ পরিবর্তন ও নতুন যোগাযোগের সম্ভাবনা আছে।
টোটকা: শুকনো লঙ্কা, সাদা জিরা এবং পাতি লেবু একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে বাড়ির সদর দরজার বাইরে রাখুন।

আপনার চারপাশে আনন্দের পরিবেশ থাকলেও আপনি কিছুটা চিন্তিত থাকবেন। তবে কাজের জায়গায় আপনার অগ্রগতির যোগ আছে। সন্ধ্যার দিকে সতর্ক না হলে শত্রুপক্ষ সক্রিয় হতে পারে। সংযত, স্থির এবং নির্ভীক থেকে বিরুদ্ধ পরিস্থিতির মোকাবিলা করতে হবে। ভাগ্যের সহায়তায় অপবাদ থেকে মুক্তি পাবেন।
টোটকা: বেল পাতায় একটি চন্দনের টিপ দিয়ে কাছে রাখুন।

সকালের সময়টা কিছুটা প্রতিকূল থাকতে পারে। বিকেলের দিকে শত্রু বিজয় এবং শুভ পরিবর্তন লক্ষণীয়। নিজে এগিয়ে গিয়ে কোনো কাজ করে পরিবারের মানুষদের প্রশংসা লাভ করবেন। ঘরে-বাইরে সামলে নেওয়ার মতো মানসিক জোর বজায় থাকবে। কাছের কোনো ব্যক্তিকে সাহায্য করতে গিয়ে অপবাদের শিকার হতে পারেন।
টোটকা: পানিতে নিমপাতা ও কালোজিরা রেখে বসার ঘরে দক্ষিণ দিকে রেখে দিন।

পরিবার নিয়ে সমস্যা থাকলেও, দিনের মধ্যভাগে পারিবারিক ঝামেলা কমতে পারে। জটিলতা থেকে অব্যাহতি মিলবে। পরাক্রম বৃদ্ধি পাওয়ায় কাজের আগ্রহ বাড়তে থাকবে। দলগতভাবে করা কাজে সফল হবেন। অর্থযোগ শুভ।
টোটকা: একটি পাত্রে পানিতে কলাই, ধান , তিল ভিজিয়ে রান্না ঘরে রাখুন।

পারিবারিক কারণে কর্মস্থানে বাধার যোগ পরিলক্ষিত হচ্ছে। পারিবারিক গোলযোগ মেটাতে গিয়ে কাজের ক্ষেত্রে সমস্যা দেখা দেবে। আর্থিক অবস্থার বিশেষ কোনো পরিবর্তন নেই। গুপ্ত ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকুন। দিনের শেষভাগে সমস্যা কমতে থাকবে এবং কাজের বিস্তার লাভ হতে থাকবে।
টোটকা: শোবার ঘরে সাদা ও নীল ফুলের তোড়া রাখুন।

কর্মসূত্রে ভ্রমণের জন্য দিনটি আদর্শ নয়। ব্যবসায় সংশয়ের উৎপত্তি হলেও অবশেষে কার্জসিদ্ধি হবে। তবে অর্থ সংক্রান্ত কাজের উপযুক্ত সময় সন্ধ্যের আগে। সন্ধ্যের পর ব্যবসায় মনোমালিন্যের সম্ভাবনা আছে। অংশীদারদের সঙ্গে মতবিরোধ দেখা দেবে।
টোটকা: গরিবদের আজকের দিনে খাদ্য দান আপনার পক্ষে শুভ।

দৈনন্দিন জীবনে সমস্যা নেই তবে সমস্যা আছে অর্থক্ষেত্রে। খুব চেষ্টা করলেও বাজে খরচ আটকানো যাবে না। প্রতিবেশীর কাছ থেকে সাহায্য পাবেন। সন্ধ্যার পরে অর্থযোগে কিছুটা পরিবর্তন আসবে এবং পরিবেশ কিছুটা অনুকূল হবে।
টোটকা: জলে তিনটি পানপাতা রেখে রান্না ঘরে রেখে দিন।

অতিরিক্ত পরিশ্রম ক্লান্তি এনে দিলেও তার ফল শুভ হবে বলেই প্রতীত হচ্ছে। আপনার নিজের কাজগুলি নিজেকেই করতে হবে, অন্যের উপর ভরসা করলে সমস্যা দেখা দিতে পারে। হিসেব ভুল হওয়া থেকে সতর্ক থাকুন। বন্ধুর সহায়তায় আর্থিক লাভ হতে পারে।
টোটকা: একটি পাত্রে যব, গম , চাল, কালো জিরা, কাঁচা মরিচ ভিজিয়ে বিছানার তলায় সারা রাত রাখুন।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মে ২২, ২০১৪