আজ কেমন যাবে
জ্যোতিষ কুমারী রুবাই
তারিখ: ২৭/৫/২০১৪মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ২১
জীবনে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হলে ভয় পাবেন না। তবে এ ধরনের পরিস্থিতির মধ্যদিয়ে গিয়ে অবশেষে আপনার জীবন উন্নতির দিকেই যাবে।
টোটকা: পাঁচটি সিম বীজ ও কিছুটা সজনে ফুল একটি হলুদ কাপড়ে বেঁধে মাটির পাত্রে বিছানার তলায় রেখে দিন। পরের দিন সূর্য ওঠার আগে সেটিকে জলে ভাসিয়ে দিন।

ব্যবসার সাফল্য নিয়ে যে অনিশ্চয়তা রয়েছে তার থেকে কিছুটা মুক্তি পাবেন। ব্যবসায় উন্নতির সুযোগ ও অর্থযোগ শুভ। শারীরিক সমস্যা দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তবে সুখের খবর আসতে পারে সন্তানকে নিয়ে।
টোটকা: একটি মাটির পাত্রে কিছুটা গুড়, একটি পান, কিছুটা তেল এবং কয়েকটি দুর্বা ঘাস একসঙ্গে রেখে বাড়ির পশ্চিম কোণে রেখে দিন।

ব্যবসাক্ষেত্র কিছুটা দুর্বল। পরিকল্পনাহীন ব্যয়ের ফলে ব্যবসায় ক্ষতির সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে নতুন কোনো সমস্যা দেখা দিতে পারে। প্রেমযোগ নেই। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। তবে পরিবারে সমস্যা বাড়লেও কর্মক্ষেত্রে দিনটি শুভ।
টোটকা: একটি নিমপাতা ও সামান্য চাল সকালে উঠে চিবিয়ে সেটিকে জলে ফেলে দিন।

ব্যবসায় সফলতা আপনার কাছে নতুন নয়। কিন্তু নতুন রূপে দেখা দেবে প্রাপ্তি। নতুন যোগাযোগের সৃষ্টি হবে। নতুন যোগাযোগ কাজে লাগিয়ে লাভের সুযোগ তৈরি হবে। কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা তৈরি হতে পারে। ছাত্রদের বিশেষ সুযোগ আসতে পারে। প্রেমযোগ আছে। কর্মক্ষেত্রে দিনটি কাটবে শুভ।
টোটকা: শুকনো লঙ্কা, সাদা জিরা এবং পাতি লেবু একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে বাড়ির সদর দরজার বাইরে রাখুন।

কর্মক্ষেত্রটি থাকবে কিছুটা নড়বড়ে। তবে ব্যবসায় আর্থিক লাভ হবে। কর্মক্ষেত্রে দিনটি আনন্দে কাটবে। প্রেমযোগ নেই। সম্পর্কে মনোমালিন্য দেখা দিতে পারে। ছাত্রদের পড়াশুনায় উন্নতির সুযোগ। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে।
টোটকা: শুকনো লঙ্কা, সাদা জিরা এবং পাতি লেবু একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে বাড়ির সদর দরজার বাইরে রাখুন।

ঘরের বাইরের জীবন খুশির হলেও পরিবারের সমস্যা নিয়ে সারাদিন বিব্রত থাকতে হতে পারে। প্রেমযোগ নেই। বাবার সঙ্গে মনোমালিন্য। কর্মক্ষেত্রে উন্নতি বা সফলতার খবর আসলেও পরিবার নিয়ে দুশ্চিন্তার মেঘ গোটা দিন ঘিরে থাকবে। সন্ধ্যের পর অবস্থার কিছুটা পরিবর্তন হতে পারে।
টোটকা: বেল পাতায় একটি চন্দনের টিপ দিয়ে কাছে রাখুন।

প্রেম ফিরে আসবে জীবনে। আজ কর্মক্ষেত্রে দিনটি কাটবে শুভ। শরীর নিয়ে চিন্তা দূর হবে। অর্থযোগ আছে। উপহার বা ধন লাভের যোগ। নিজের সিদ্ধান্তের ব্যাপারে অন্য কারো পরামর্শ নিলে সেটি আপনার পছন্দ নাও হতে পারে। সবদিক চিন্তা করে পরামর্শ নিন।
টোটকা: জলে নিমপাতা ও কালোজিরা রেখে বসার ঘরে দক্ষিণ কোণে রেখে দিন।

আজ একটি গড়পড়তা দিন কাটাবেন আপনি। পারিবারিক জীবন শান্তিপূর্ণ থাকলেও কর্মক্ষেত্রে শত্রুপক্ষের চক্রান্তের সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যবসায় মিশ্র প্রভাব। ছাত্রদের জন্য দিনটি শুভ। প্রেমযোগ আছে। বাড়িতে আত্মীয় আগমনের যোগ আছে।
টোটকা: একটি পাত্রে পানিতে কলাই, ধান, তিল, ভিজিয়ে রান্না ঘরে রাখুন।

মঙ্গলযোগ শক্তিশালী হচ্ছে। পরিবার অথবা কর্মক্ষেত্রে কোনো বিশেষ চিন্তার মুক্তি ঘটবে। প্রেমের জন্য দিনটি শুভ। ছাত্রদের উচ্চশিক্ষার দরজা খুলতে পারে। অভিভাবকদের শরীর নিয়ে দিনের মাঝে আপনার মন উৎকণ্ঠায় ভরে উঠবে।
টোটকা: শোবার ঘরে সাদা ও নীল ফুলের তোড়া রাখুন।

কর্মক্ষেত্র ও ব্যবসায় শুভযোগ। কোনো বিষয় নিয়ে আপনার অদম্য লড়াই, পরিশ্রমের উপযুক্ত ফলাফল আজ হাতে পেতে পারেন। ছাত্রদের জন্য আজকের দিনটি শুভ। ধনলাভের যোগ আছে। প্রেমযোগ ক্ষীণ ও সমস্যাসঙ্কুল। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি দেখা যেতে পারে।
টোটকা: গরিবদের আজকের দিনে খাদ্য দান আপনার পক্ষে শুভ।

ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক। পরিবারে অশান্তি দেখা দিতে পারে। ছাত্রদের জন্য দিনটি কাটবে আনন্দ ও উত্তেজনায়। প্রেম নিয়ে পরিবারের আপত্তির মুখে পড়বেন। পরিবারের সঙ্গে আপনার দূরত্বের কারণ হতে পারে আপনারই কোনো নিকটাত্মীয়।
টোটকা: জলে তিনটি পানপাতা রেখে রান্না ঘরে রেখে দিন।

পারিবারিক জীবন শান্তিপূর্ণ থাকলেও প্রেমের ক্ষেত্রে শুভ নয়। প্রেমের সম্পর্ক নিয়ে সমস্যা বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে। যে কোনো রকমের নেতিবাচক কথাবার্তা বা আলোচনা থেকে নিজেকে দূরে রাখুন। কর্মক্ষেত্রে সমস্যা সমাধানের সম্ভাবনা আছে। বাড়িতে শুভ অনুষ্ঠানের যোগ।
টোটকা: একটি পাত্রে জব, গম , চাল, কালো জিরা, কাঁচা মরিচ ভিজিয়ে বিছানার তলায় সারা রাত রাখুন।
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, মে ২৬, ২০১৪