ঢাকা: আসলে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে সাধারণ বা শিক্ষার্থীরা জড়িত নন। এসব কাজ অসাধারণ লোকেরাই ঘটাচ্ছেন।
বাংলানিউজের নাগরিক মন্তব্যে অংশ নিয়ে মোহনা টেলিভিশনের ইনচার্জ, ন্যাশনাল ডেস্ক শহীদুল আলম ইমরান এ কথা বলেন।
তিনি বলেন, এই যে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেই চলছে, কিছু লোক এ নিয়ে প্রতিবাদ আর মাতামাতি করলেও যাদের অবস্থান নেওয়ার কথা তারাইতো উল্টো-পাল্টা বলেন। সম্প্রতি শিক্ষামন্ত্রী যেভাবে বিষয়টাকে ব্যখ্যা দিলেন, মনে হলো এ কোন দেশে বসবাস আমাদের?
শহীদুল বলেন, এ যাতকালে প্রশ্নপত্র ফাসেঁর ঘটনায় জড়িতেরও বিচার হয়নি বলার মতো। এতে করেও অনেকে উৎসাহী হচ্ছেন। এজন্যে সবার আগে প্রয়োজন রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা। শিক্ষা খাতে যেভাবে রাজনীতির আঁচড় পড়েছে, কোনোভাবেই এসব রোধ করা যাবে না। বিষয়টি হঠাৎ করেই সৃষ্টি হয়নি।
তিনি আরও মন্তব্য করেন, অনেক আগে থেকেই এটির উৎপত্তি ঘটলেও সঠিক প্রদক্ষেপ আর কার্যত ব্যবস্থা না নেওয়ায় এ ঘটনা বার বার ঘটছে। সবার অংশগ্রহণে প্রয়োজন দেশের বর্তমান সময়ের সবচেয়ে জটিল সমস্যার একটি সুষ্ঠু সমাধান। রক্ষা পেতে পারে নতুন প্রজন্ম।
বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, জুন ০১, ২০১৪