ঢাকা: সরকারের সদিচ্ছার অভাবেই প্রশ্নপত্র ফাঁস রোধ করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন ঢাকার সফটওয়ার ইঞ্জিনিয়ার মুশফিকুর রহমান।
রোববার বাংলানিউজের ‘প্রশ্নপত্র ফাঁস-প্রতিকার কোন পথে’ শীর্ষক নাগরিক মন্তব্যে অংশ নিয়ে তিনি একথা বলেন।
মুশফিকুর বলেন, জেএসসি থেকে শুরু করে বিসিএস সব ক্ষেত্রেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। গত ৫ বছর ধরে এটা খুব বেশি লক্ষ্য করা যাচ্ছে। ক্রমেই তা বৃদ্ধি পাচ্ছে।
প্রশ্নপত্র ফাঁস-প্রতিকারে সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না দাবি করে তিনি বলেন, ভাল ফলাফল দেখানোর জন্য এক্ষেত্রে সরকার কোন প্রদক্ষেপ নিচ্ছেন না। কিন্তু এই অবস্থা চলতে থাকলে দেশ মেধাশুণ্য হয়ে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।
প্রশ্নপত্র ফাঁস-প্রতিকারে বিভিন্ন মন্ত্রণালয়ে অল্প-শিক্ষিত ও দুনীর্তিগ্রস্তদের বাদ দিয়ে মেধাবীদের নিয়োগ দেওয়ারও আহ্বান জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, জুন ০১, ২০১৪