ঢাকা: কোনো ক্ষেত্রেই সরকারের নিয়ন্ত্রণ নেই, তারই ধারাবাহিকতায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটছে বলে দাবি করেছেন রাজধানীর পুরানা পল্টনের ব্যবসায়ী ফজলুর রহমান মামুন।
রোববার বাংলানিউজের ‘প্রশ্নপত্র ফাঁস-প্রতিকার কোন পথে’ শীর্ষক নাগরিক মন্তব্যে অংশ নিয়ে তিনি এ দাবি করেন।
মামুন বলেন, প্রশ্নপত্র ফাঁস হচ্ছে সরকারের নিয়ন্ত্রণহীনতারই ধারাবাহিকতা। কোনো ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণ নেই।
তিনি দাবি করেন, বর্তমান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দায়ত্বি নেওয়ার পর থেকেই পরীক্ষার ফলাফলে পাসের পার্সেন্টিজ বাড়ানোর দিকে তার বেশি মনোযোগ লক্ষ্য করা গেছে। কিন্তু মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে তাকে উদ্যোগী হতে দেখা যায়নি।
তিনি বলেন, এসব অপরাধ বন্ধে সরকারকে বিশেষ পদক্ষেপ নিতে হবে। শিক্ষামন্ত্রী ব্যক্তিগতভাবে একজন সৎ মানুষ হিসেবে বলেই আমরা জানি। তার মতো ব্যক্তির মন্ত্রণালয়ে এ ধরনের ঘটনা একেবারেই অনভিপ্রেত এবং অগ্রহণযোগ্য।
মামুন পরামর্শ দিয়ে বলেন, সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত যাতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সকল পর্যায়ের নাগরিক আশ্বস্ত হতে পারেন।
বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, জুন ০১, ২০১৪