ঢাকা: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০ বছর পূর্তি উৎসবে যোগ দিয়ে প্রশ্নপত্র ফাঁসের তথ্য চেয়েছেন।
তার এ চাওয়া প্রমাণ করে তিনি প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে কিছুই জানেন না।
এ মন্তব্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী
মন্ডল মহাম্মাদ আরিফের।
বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার মাধ্যমে জেনেছি, অধ্যাপক জাফর ইকবাল স্যার নাকি প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন করেছেন। এছাড়া আমার কাছে আর বড় কোনো তথ্য নেই।
আমার মতে, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ যতক্ষণ পর্যন্ত না বলবেন প্রশ্নপত্র ফাঁস হয়েছে, ততক্ষণ পর্যন্ত এর কোনো প্রতিকার নেই! কারণ তিনি যখন জানবেন প্রশ্নপত্র ফাঁস হয়েছে। তখন এর প্রতিকার হবে।
বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, জুন ০১, ২০১৪