ঢাকা: কিছু শিক্ষিত লোকই তো প্রশ্ন ফাঁস করছে। যারা এই কাজ করছে তারা জেনেশুনেই এই কাজ করছে।
রোববার বাংলানিউজের ‘প্রশ্নপত্র ফাঁস-প্রতিকার কোন পথে?’ নাগরিক মন্তব্যে অংশ নিয়ে রাজধানী উত্তরা ব্যবসায়ী আবুল বাসার।
তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, “এসব পশুদের প্রকাশ্যে গুলি করে হত্যা করা উচিত। কারণ এরা জাতির শত্রু, সমাজের শত্রু, দেশের শত্রু। “
ব্যবসায়ী আবুল বাসার অবশ্য মনে করেন, প্রশ্নপত্রের উত্তর সঠিকভাবে লিখতে পারাটাই শুধু প্রকৃত মেধার পরিচয় বহন করে না। মেধাবিতে প্রশ্নপত্রের বাইরেও আরো অনেক কিছু পড়তে হয়, জানতে হয়।
তবু এটার মাধ্যমেই যেহেতু আমাদের দেশে মেধা নির্ধারিত হয়, পাশ ফেল নির্ধারিত হয়, তাই প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে আমাদের দেশের সেই মেধাবীদের মনোবল ধ্বংস করে দেওয়া হচ্ছে, যোগ করেন ব্যবসায়ী আবুল বাসার
বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, জুন ০১, ২০১৪