ঢাকা: প্রশ্নপত্র ফাঁস রোধ করতে রাজনৈতিক সদিচ্ছাই যথেষ্ট বলে মন্তব্য করেছেন এক শিক্ষার্থী।
রোববার বাংলানিউজের ‘প্রশ্নপত্র ফাঁস-প্রতিকার কোন পথে?’ নাগরিক মন্তব্যে অংশ নিয়ে জয়পুরহাটের অনার্স চূড়ান্ত পর্বের শিক্ষার্থী আতিয়ার রহমান সুমন এ মন্তব্য করেন।
তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা এখন আলু-পটলের মতো হয়ে গেছে। যে কোনো পরীক্ষা হলেই হয় প্রশ্নপত্র ফাঁস হয়, না হয় গুজব রটে। যদি ধরে নেই সবই গুজব, তাহলে যা রটে তার কিছুটা হলেও তো ঘটে। কিন্তু এর বিরুদ্ধে প্রতিকার কই? শিক্ষা মন্ত্রণালয় কী করছে।
“আমরা এখন বলছি, ডিজিটাল বাংলাদেশ করতে চাই। এই ডিজিটাল বাংলাদেশ তো আমরা চাই না। ”
আতিয়ার রহমান সুমন বলেন, আরেকটি কথা, কোনো কিছু হলেই আমরা এর পিছনে রাজনীতি খুঁজি। এটি সেই পুরানো কালচাল, আমরা এখনো সেই কালচার থেকে বেরিয়ে আসতে পারিনি।
দেশকে-জাতিকে রক্ষা করতে হলে, প্রশ্নপত্র ফাঁস রোধে রাজনৈতিক ও আন্তরিক পদক্ষেপ নিতে হবে। শুধু কথা দিয়ে কাজ হবে না বলেও মন্তব্য করেন জয়পুরহাটের এই শিক্ষার্থী।
বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, জুন ০১, ২০১৪