ঢাকা: জাফর ইকবাল স্যারের প্রশ্নপত্র ফাঁস নিয়ে প্রমাণের বিপরীতে শিক্ষামন্ত্রীর বক্তব্য আমাদের হতাশ করেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের শিক্ষার্থী মামুনুর রশিদ।
রোববার বাংলানিউজ নাগরিক মন্তব্যে অংশ নিয়ে একথা বলেন তিনি।
মামুনুর বলেন, শিক্ষামন্ত্রী যথোপযুক্ত উওর না দিয়ে বরং এটিকে সাজেশন হিসেবে অ্যাখ্যায়িত করেছেন, যা প্রশ্নপত্র ফাঁসকারীদের একরকম বাহবা দেওয়া। এভাবে যদি আমাদের দেশে ভবিষ্যতে প্রশ্নপত্র ফাঁস হতে থাকে তবে এদেশ মেধাশূন্য হতে বেশি সময় লাগবে না।
তিনি দেশকে বাঁচাতে শিক্ষা নিয়ে রাজনৈতিক খেলা না খেলার অনুরোধ করেন।
বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, জুন ০১, ২০১৪