ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

জাফর ইকবালের প্রমাণ, শিক্ষামন্ত্রীর হতাশ উত্তর

নাগরিক মন্তব্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৮, জুন ১, ২০১৪
জাফর ইকবালের প্রমাণ, শিক্ষামন্ত্রীর হতাশ উত্তর

ঢাকা: জাফর ইকবাল স্যারের প্রশ্নপত্র ফাঁস নিয়ে প্রম‍াণের বিপরীতে শিক্ষামন্ত্রীর বক্তব্য আমাদের হতাশ করেছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের শিক্ষার্থী মামুনুর রশিদ।

রোববার বাংলানিউজ নাগরিক মন্তব্যে অংশ নিয়ে একথা বলেন তিনি।



মামুনুর বলেন, শিক্ষামন্ত্রী যথোপযুক্ত উওর না দিয়ে বরং এটিকে সাজেশন হিসেবে অ্যাখ্যায়িত করেছেন, যা প্রশ্নপত্র ফাঁসকারীদের একরকম বাহবা দেওয়া। এভাবে যদি আমাদের দেশে ভবিষ্যতে প্রশ্নপত্র ফাঁস হতে থাকে তবে এদেশ মেধাশূন্য হতে বেশি সময় লাগবে না।

তিনি দেশকে বাঁচাতে শিক্ষা নিয়ে রাজনৈতিক খেলা না খেলার অনুরোধ করেন।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, জুন ০১, ২০১৪




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।