ঢাকা: জাতিকে চূড়ান্তভাবে মেধাশূন্য করতেই একটি চক্র প্রশ্নপত্র ফাঁস করছে বলে মনে করেন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী আব্দুল্লাহ আল মামুন।
রোববার বাংলানিউজ নাগরিক মন্তব্যে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
মামুন বলেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে এমন কোনো চক্র জড়িত যারা জাতিকে মেধাশূন্য করতে চায়।
তিনি বলেন, ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের ধরে নিয়ে মেরে ফেলে যেমন জাতিকে পঙ্গু করেছিল, ভবিষ্যৎ প্রজন্মকে দিনে দিনে এভাবে ধ্বংস করে ঠিক একই কাজ করা হচ্ছে। এমনিতেই শিক্ষার্থীদের এখন বেশি পড়তে হয় না। এরপরও যদি প্রশ্নপত্র ফাঁস হয় তাহলে দেশ রসাতলে যাবে।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, জুন ০১, ২০১৪