ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

জাতিকে মেধাশূন্য করতেই প্রশ্নফাঁস, বললেন মামুন

নাগরিক মন্তব্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫২, জুন ১, ২০১৪
জাতিকে মেধাশূন্য করতেই প্রশ্নফাঁস, বললেন মামুন

ঢাক‍া: জাতিকে চূড়ান্তভাবে মেধাশূন্য করতেই একটি চক্র প্রশ্নপত্র ফাঁস করছে বলে মনে করেন বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী আব্দুল্লাহ আল মামুন।

রোববার বাংলানিউজ নাগরিক মন্তব্যে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।



মামুন বলেন, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে এমন কোনো চক্র জড়িত যারা জাতিকে মেধাশূন্য করতে চায়।

তিনি বলেন, ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের ধরে নিয়ে মেরে ফেলে যেমন জাতিকে পঙ্গু করেছিল, ভবিষ্যৎ প্রজন্মকে দিনে দিনে এভাবে ধ্বংস করে ঠিক একই কাজ করা হচ্ছে। এমনিতেই শিক্ষার্থীদের এখন বেশি পড়তে হয় না। এরপরও যদি প্রশ্নপত্র ফাঁস হয় তাহলে দেশ রসাতলে যাবে।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, জুন ০১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।