ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

সিংহের পরাজয় ভীতি, মীনের জয় নিশ্চিত

জ্যোতিষী কুমারী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০০, জুন ২, ২০১৪
সিংহের পরাজয় ভীতি, মীনের জয় নিশ্চিত

জ্যোতিষী কুমারী রুবাই
তারিখ- ২/৬/২০১৪


মেষ: (২১ মার্চ-২০ এপ্রিল)  শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ১৪
ন্তানের কাজ-কর্মের ক্ষেত্রে কিছু সমস্যা নজরে পড়বে। দিনের শুরুতে বাধার মুখোমুখি হতে হবে।

দুপুরের পর সমস্যা বাড়তে পারে। কোনো পদস্থ ব্যক্তিকে ভয় করে চলতে হতে পারে। বিকেলের পরে সাময়িক পরিবর্তন লক্ষ্য করবেন। সন্ধ্যের পর বিরোধী পক্ষ অবদমিত থাকবে। দিনের শেষ অংশটি অনুকূল থাকবে।

টোটকা: বাড়ির দক্ষিণ দিকে সাদা ফুলের টব রাখলে সৌভাগ্য আসবে।

বৃষ: (২১ এপ্রিল-২১ মে) শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৫
প্
রভাবশালী লোকজনের সঙ্গে মেশার ফলে ব্যবসায়ীক যোগাযোগ বাড়বে। দিনের মধ্যে কিছু অশুভ পরিবর্তন হলেও ভাগ্য শক্তিশালী থাকায় অশুভ প্রভাব আটকে যাবে। তবে দুশ্চিন্তা অব্যাহত থাকবে। আর্থিক সমস্যা বৃদ্ধি পাবে। রাতের দিকে সমস্যা কিছুটা কমতে পারে।

টোটকা: নিজের পকেটে তুলসী পাতায় একটি চন্দনের টিপ দিয়ে কাছে রাখুন।


মিথুন: (২২মে-২১ জুন) শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ৯
কোনো ব্যাপারে আগ্রহ করে এগিয়ে গেলে অসম্মানিত হতে পারেন। কোথাও এগোবার ব্যাপারে সতর্ক থাকুন। গুরুত্বপূর্ণ আলোচনায় সুফল মিলতে পারে। হতে পারে দাম্পত্য সমস্যার সমাধান। তবে নিজেকে সহনশীল হতে হবে। সত্যনিষ্ঠ ভাবে পরিস্থিতিকে আয়ত্তের মধ্যে রাখতে চেষ্টা করুন।

টোটকা: কাজের টেবিলে একটি ত্রিভুজ আকৃতির স্ফটিক রাখুন।


কর্কট: (২২ জুন-২২ জুলাই) শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৮
আপনার দেওয়া সম্মানের কেউ উপযুক্ত মূল্য হয়তো দিতে পারবেন না। পরিবেশ থাকবে আশাপ্রদ। তবে সন্ধ্যার আগে প্রয়োজনীয় কাজ শেষ করুন। শুভ যোগাযোগ এবং বন্ধু মারফত খবর আসতে পারে। অনুকূল যোগাযোগ এবং অর্থযোগ রয়েছে। তবে মায়ের শারীরিক বিষয়ে নিয়ে চিন্তা বাড়তে পারে।

টোটকা: গাড়ি চালকেরা গাড়িতে সিঁদুর ও তেল দিয়ে সামনের দিকে একটি সূর্য চিহ্ন এঁকে রাখুন।

সিংহ: (২৩ জুলাই-২৩ আগস্ট)  শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ৬
আপনি সিংহ হৃদয়। কিন্তু পরাজয়ের ভীতি আপনাকে তাড়া করে বেড়াবে। দিনের প্রথম দিকের পরিবেশ থাকবে বাধা বহুল। তবে ব্যবসায়ে শ্রী বৃদ্ধি হবে। পরিবেশ অনুকূলে আসতে আসতে রাত হয়ে যাবে। সহোদর কারো দ্বারা উপকৃত হবেন।

টোটকা: শোবার ঘরে একটি পিতলের পাত্রে জল দিয়ে তিনটি পদ্ম ফুল রাখলে উপকার পাবেন। অষ্ট ধাতুর মূর্তি কাজের জায়গায় রাখুন।


কন্যা: (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)  শুভ রং: সাদা,  শুভ সংখ্যা: ৯
সিদ্ধান্তের ব্যাপারে অনড় হলে তবেই সুফল পাবেন। সন্ধ্যের পর সম্মান থেকে বঞ্চিত হতে পারেন। কোথাও যাওয়ার প্রয়োজন মনে হলে ঘুরে আসুন। কারো সঙ্গে কোনো ধরনের তর্কে যাবেন না। বড় দিদি বা দাদার সাহায্য লাভ হবে। ব্যবসায়ীক ভ্রমণে গেলে তেমন সুবিধা হবে না।

টোটকা: কাক-পক্ষীদের ফল ভোজন করান। কাজের জায়গায় একটি ত্রিকোণাকৃতির স্ফটিক রাখুন।


তুলা: (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) শুভ রং লাল, শুভ সংখ্যা: ৫
আজকের দিনে সফলতা আসতে বিলম্ব  হলেও সফলতা পাবেন। দুপুরের সন্তান সংক্রান্ত সুখবর পেতে পারেন। সন্ধ্যার মধ্যে কাজ শেষ না করলে অর্থকরী দিকে আটকে যাবেন। গৃহ এবং কর্মক্ষেত্রে দূরত্ব বাড়তে পারে। জটিল প্রভাব বিকেলেও অব্যাহত থাকবে। সন্ধ্যা বেলায় পদস্থ ব্যক্তির সঙ্গে যোগাযোগে ফলে উন্নতির যোগ দেখা যাচ্ছে।

টোটকা: গোলাপ জল মিশ্রিত জলে গোসল করুন। দিনে একবার অন্তত দারুচিনি এবং মধু সেবন করুন।  

বৃশ্চিক: (২৪ অক্টোবর-২২ নভেম্বর) শুভ রং: সাদা,  শুভ সংখ্যা: ৪
নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য কোনো পদস্থ ব্যক্তি আপনার প্রশংসা এবং সাহায্য করবে।   তবে সাহায্য পেলেও সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। শত্রুরা সক্রিয় থাকবে, তবে অশুভ কিছু ঘটবে না। দুপুরে আশানুরূপ যোগাযোগ আসতে পারে। ন্যায্য পাওনা সময়মত পেয়ে যাবেন।

টোটকা: একটি জীবন্ত মাছকে জলাশয়ে ছেড়ে দিন। কাককে শস্য দানা  করুন।


ধনু: (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ১০
উত্তেজিত হয়ে যেটা করে ফেলবেন সেটা একেবারেই আপনার স্বভাব বিরুদ্ধ। আজকের দিনে সমস্যাকে এড়িয়ে চলার জন্য আপনার অভিজ্ঞতাকে কাজে লাগান। আপনার মিষ্টি স্বভাবের জন্য পরিবেশ আপনার পক্ষেই থাকবে। সন্ধ্যার সময়টা সর্তক থাকুন। দিনের শেষ কাটবে সমস্যা হীন ভাবে।

টোটকা: সম্ভব হলে সর্পগন্ধা বা পাথর কুচি গাছ রোপণ করুন। অথবা কোনো সর্পগন্ধা গাছে জল দিন।


মকর: (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)  শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ৩
কাজের এবং পারিবারিক জীবন শান্ত থাকলেও হলেও মন কোনো কারণে অশান্ত থাকবে। শত্রুপক্ষ সক্রিয় থাকায় কাজে অগ্রগতি বাধা পাবে। বিকেলে শুভ খবর পেতে পারেন। দিনের মধ্যে বিপত্তি সামনে চলে এলেও দুর্ঘটনা ঘটবে না। বিকেলে অবস্থার তেমন কোন পরিবর্তন না হলেও গৃহ, কর্ম সব ক্ষেত্রেই পরিবর্তন লক্ষ্য করবেন।

টোটকা: হরিতকী এবং কাঁচা হলুদ একটি স্বস্তিক চিহ্ন আঁকা ঘটে রেখে বসার ঘরের দক্ষিণে রেখে দিন।


কুম্ভ: (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)  শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৪
নিজের কাজ নিয়ে হতাশ না হয়ে নিজেই নিজেকে উৎসাহিত করুন। মনে করুন আপনি জীবনে কোনো কোনো জায়গায় সফল হয়েছেন। কর্মস্থলে সহকর্মীর দ্বারা উপকৃত হবেন। দুপুরে অযাচিত ঘটনায় মন কিছুটা ভারাক্রান্ত হতে পারে। আজকের দিনে চেষ্টা করলেও শত্রুপক্ষ আপনার সঙ্গে পেরে উঠবে না।
 
টোটকা: একটি কলাকে কিছুটা কালো জিরে কিছুটা চাল সামান্য তিল অল্প জল দিয়ে মেখে জলাশয়ে ভাসিয়ে দিন।


মীন: (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ৬
নিজের উপর ভরসা অটুট থাকলে আপনার জয় নিশ্চিত। সকালে একটু সমস্যা থাকলেও সন্ধ্যায় শুভ পরিবর্তন। আপনার লক্ষ্য কোনো অবস্থাতেই পরিবর্তন হতে দেবেন না। সংগঠন মূলক কাজে যতটা সম্ভব অগ্রগতি করুন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে জটিলতা বাড়তে পারে।

টোটকা: পাঁচটি আমের পল্লবের ওপর তেল এবং সিঁদুর মিশিয়ে একটি করে ফোঁটা দিয়ে প্রধান দরজায় ঝুলিয়ে রাখুন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুন ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।