আজ কেমন যাবে
জ্যোতিষ কুমারী রুবাই
তারিখ: ৪/৬/২০১৪মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ২
অনেকদিন ধরে পেটের অসুখ যাদের আছে তারা পরিশ্রম কম করলে অসুখ নিয়ন্ত্রণে থাকবে। সঞ্চয় ভেঙে সন্তানের পড়াশোনায় বিনিয়োগ করতে হতে পারে।
টোটকা: কাজের টেবিলে একটি ত্রিভুজ আকৃতির স্ফটিক রাখুন।

কর্মস্থলে আপনার সৃষ্টি অনুকরণ করে কেউ এগিয়ে গেলে সেটি আপনার যন্ত্রণার কারণ হতে পারে। প্রতিযোগীর সংখ্যা বাড়তে পারে। চোখ নিয়ে সমস্যা থাকলে সেটি বাড়তে পারে। সমস্যা হাজির হতে পারে পরিবারে অজানা ক্ষেত্র থেকে।
টোটকা: শোবার ঘরে একটি পিতলের পাত্রে জল দিয়ে সাদা ফুল রাখলে উপকার পাবেন।

শত্রু-মিত্র নির্বিশেষে সবার সঙ্গে হাসি মুখে চলার চেষ্টা করুন। সন্তানের ব্যাপারে তুচ্ছ কারণে অধীর হয়ে পড়বেন। কর্মক্ষেত্রে সাময়িক বাধা আসতে পারে। বাধা অতিক্রম করার মতো মানসিক শক্তি আপনার আছে, তাই হতাশ হবেন না। বিয়ের যোগাযোগ এলেও তা উপযুক্ত যোগাযোগ বলে মনে হচ্ছে না।
টোটকা: বেল পাতায় একটি চন্দনের টিপ দিয়ে কাছে রাখুন।

আপনি যেভাবে জীবনকে উপভোগ করতে চাইছেন সেভাবে পরিবেশ আপনার পক্ষে আসছে না। আপনি জীবনের মানবিক ও চারিত্রিক উন্নতির দিকে নজর দিন, বাকি সমস্যা সমাধান করবে আপনার ভাগ্য। কর্ম ও গৃহ দুই জায়গাই আপনার রোজগার বৃদ্ধির জন্য সহায়ক। প্রেমযোগ আছে।
টোটকা: দারুচিনি, মধু ও ঘি একটি পাত্রে রেখে বিছানার নীচে সারা রাত রেখে দিন।

আটকে থাকা অর্থ বিষয়ে সমাধান সূত্র বের হতে পারে। সামাজিক পরিস্থিতি অনেকটাই অনুকূল থাকবে। কর্মস্থলে কাজ করা একঘেঁয়ে মনে হলেও তার থেকে নিস্তার পাবেন না। নতুন কিছুর লোভে এগিয়ে গিয়ে হয়রানি ও অর্থহানী হতে পারে।
টোটকা: পানিতে কয়েকটি পদ্মফুল রেখে বসার ঘরের দক্ষিণ কোণে রেখে দিন।

আজ আপনার জীবনে সাফল্য আসার সম্ভাবনা প্রবল। সাফল্যকে উপভোগ করতে পারবেন। তবে সাফল্য আসতে দেরি হলে হতাশ হবেন না। আপনার সাহসী পদক্ষেপ দেখে বহুজন উৎসাহিত হবে। তবে নিকোত্মীয়কে কোনো কাজের দায়িত্ব দিলেও উপকার হবে না। বরং আপনার কাজে এর ফলে সমস্যা দেখা দিতে পারে।
টোটকা: শুকনো লঙ্কা, সাদা জিরা ও পাতি লেবু একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে বাড়ির সদর দরজার বাইরে রাখুন।

পরিবেশগত কারণে সুনাম বাড়বে। নতুন সুযোগ আসতে পারে। সুযোগ বহুদিন পর আসায় তাকে কাজে লাগাতে পারবেন। প্রিয়জনের শারীরিক কারণে খরচ বাড়তে পারে। কোনো ব্যক্তির অশুভ আচরণের প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করলে তর্ক-বিতর্ক হয়ে পারে।
টোটকা: শোবার ঘরে সাদা ফুলের তোড়া রাখুন।

নির্দেশ পালন করতে গেলে অধৈর্য হয়ে পড়তে পারেন। পারিবারিক কোনো ব্যক্তিকে বুঝিয়ে লাভ হবে না। বাইরে থেকে দেখে কেউ আপনার সমস্যা বুঝবে না। অর্থনৈতিক দিকে কিছু বাধা রয়েছে। ভ্রমণযোগ দেখা যাচ্ছে।
টোটকা: গরিবদের আজকের দিনে খাদ্য দান আপনার পক্ষে শুভ

বয়সে ছোট এমন কারো সাহায্য পেতে পারেন। নতুন উদ্যমে কাজ পরিচালনা করার চেষ্টা করুন। শরীরে ক্লান্তি দেখা দিতে পারে। তবে কোনো অসুখের যোগ নেই। অর্থনৈতিক দিকে সমস্যা প্রকট নয়। বিদ্যার্থীরা নতুন সুযোগ পাবেন। কাজের প্রয়োজনে দক্ষিণ দিকে যেতে হতে পারে।
টোটকা: কাজের জায়গায় একটি ত্রিকোণ স্ফটিক রাখুন।

খুব সুন্দরভাবে কিছু করার প্রচেষ্টা নষ্ট হতে পারে। ব্যক্তিগত লাভ বেশি না হলেও সামাজিক পরিচিতি বাড়তে পারে। কর্মস্থলে শত্রু বিজয় হলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনই নেবেন না। বন্ধু ভেবে কাউকে দায়িত্ব দিলে আর্থিক ক্ষতি হতে পারে। দাম্পত্য জীবনে সমস্যা দেখা দিতে পারে।
টোটকা: ঘরে উপাসনার জায়গায় সুগন্ধি ধূপ জ্বালিয়ে রাখুন। কাজের জায়গায় সুগন্ধি ফুল রাখুন।

কাজের সুফল দু’ভাবেই পাবেন। একদিকে যেমন সফলতা আপনাকে আনন্দিত করবে তেমনই ব্যর্থতা আপনাকে বিব্রত করবে। কোনো বিপরীত শক্তি আপনার সঙ্গে তাল মেলাতে পারবে না। ফলে বিপরীত শক্তি আপনার থেকে দূরে সরে যাবে। প্রেমের ক্ষেত্রে সম্পর্ককে স্থায়ী করার চেষ্টা করুন। আর্থিক বাধা নেই।
টোটকা: একটি কাঁচা হলুদ লাল কাপড়ে জড়িয়ে নিজের কাছে রাখুন।

স্বজনের মাধ্যমে অপমানিত হতে পারেন। কোনো বন্ধুর সমস্যা আপনাকে কষ্ট দেবে। নিজের মনকে স্থির করার চেষ্টা করুন। কর্মস্থলে অল্প কারণে সংশয় বা সংঘাত হতে পারে। অন্যের সাহায্য নেওয়া থেকে দূরে থাকুন।
টোটকা: কাজের টেবিলে বা ব্যবসার জায়গায় ত্রিভুজ আকৃতির স্ফটিক এমনভাবে রাখুন যার উপর সূর্যের আলো পড়ে।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুন ০৪, ২০১৪