আজ কেমন যাবে
জ্যোতিষ কুমারী রুবাই
তারিখ- ৫/৬/২০১৪মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : সবুজ শুভ সংখ্যা : ২
আপনার উদার মানসিকতা আপনাকে সমাজে প্রতিষ্ঠা দেবে। কোনো সমস্যার মুখোমুখি হলে ধীরে চলার নীতি গ্রহণ করুন।
টোটকা: কিছুটা ঘি, কিছুটা কালো জিরা এবং একটি লাল কাঁচা মরিচ একটি মাটির পাত্রে রেখে ঘরের বাইরে উত্তর কোণে সূর্য ডোবার আগে পর্যন্ত রেখে দিন।

আজ আপনার দক্ষতা সঠিকভাবে কাজে লাগাতে গেলে নানা রকম বাধার মুখোমুখি হবেন। আজ আপনার প্রশংসায় মুখর হবে ঘনিষ্ঠ মানুষরা। কথার দাম দিতে গিয়ে অতিরিক্ত ব্যয় হতে পারে। কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সেই অন্যায়ের প্রচেষ্টা ব্যর্থ করে দিতে পারবেন। সন্তানকে নিয়ে উদ্বেগ দেখা দিতে পারে।
টোটকা: একটুকরো গুড় সকালে উঠে দাঁত দিয়ে কেটে সেটিকে কোনো পুকুরের জলে ফেলে দিন।

কর্মক্ষেত্রে চাপ বাড়বে। এর ফলে শারীরিক সমস্যা দেখা দেবে। কোনো অবাঞ্ছিত ঘটনায় জড়িয়ে যেতে পারেন। আবেগ নিয়ন্ত্রণ করুন। গোটা দিন কাটবে কর্মক্ষেত্রের দুশ্চিন্তা নিয়ে। তবে সন্তানকে নিয়ে চিন্তা থেকে মুক্তি পাবেন।
টোটকা: একটি কুলোতে কিছুটা চালের মণ্ড, একটি কাচা কলা, কিছুটা তেল এবং কয়েকটি দুর্বা ঘাস একসঙ্গে রেখে বাড়ির পশ্চিম কোণে রেখে দিন।

আপনি যে কাজেই যুক্ত থাকুন তাতে প্রশংসা পাবেন। তবে কারো উপর রেগে গিয়ে কোনো মন্তব্য করলে সমস্যায় পড়বেন। যে কোনো বিতর্কিত পরিবেশ এড়িয়ে চলুন। অর্থলাভের যোগ আছে।
টোটকা: সদর দরজার সামনে দু’টি মাটির মঙ্গল ঘটে জল দিয়ে তাতে কিছুটা কাঁচা হলুদ, দুর্বা ঘাস এবং কিছুটা ফুল ভিজিয়ে রাখুন।

ভাগ্য আপনার বাধাগুলি টপকে যেতে সাহায্য করবে। শুভযোগের ফলে উদ্যম বাড়বে। তবে সন্ধ্যের পর অশুভ যোগ দেখা দিতে পারে। কোনো অসাধু লোক ক্ষতির চেষ্টা করতে পারে। পুরনো পাওনা লাভের ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
টোটকা: একটি বোঁটাযুক্ত পান, একটি গোটা সুপারি ও একটি কলা বাড়ির পশ্চিম দিকের কোণে রেখে দিন।

আপনি সবার কাছে সম্মান আদায় করে নেবেন। অপ্রতিহত বাধা এলেও ভাগ্যের শক্তিতে আপনি তার মোকাবিলা করতে পারবেন। ভাগ্যবলে অর্থকরী সহায়তা লাভ করবেন। কাজের জন্য সুখ্যাতি। পরিবারের সদস্যরা আজ আপনাকে নিয়ে আনন্দ করবে।
টোটকা: একটি লাল সুতি কাপড়ে কিছুটা কালো জিরে পুটুলি করে বেঁধে জলে ভাসিয়ে দিন।

পরিবেশ মোটামুটি পক্ষে থাকলেও হঠাৎ কোনো সমস্যার খবর আসতে পারে। বন্ধুরা কেউ কেউ শত্রুর মতো ব্যবহার করবে। অন্যের করা কোনো ভুল নিয়ে আজ কথা না বলাই শ্রেয়। যেকোনো ধরনের সুযোগ এলে সেটি ভালোভাবে না বুঝে সিদ্ধান্ত নেবেন না।
টোটকা: সদর দরজার ঠিক নীচে দক্ষিণ দিকে তেল এবং সিঁদুর দিয়ে একটি তীর ধনুকের ছবি এঁকে রাখুন।

কোনো বিশ্বস্ত ব্যক্তির ব্যবহারে আপনি নিরাশ হবেন। দিনের প্রথম ভাগে বিরুদ্ধ পরিস্থিতি থেকে জন্ম নেওয়া শত্রুতার সম্মুখীন হতে হবে। ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হতে পারেন। বিকেলের পর শুভ পরিবর্তন। পারিবারিক কারণে মনে সুখ ও সফল সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন।
টোটকা: একটি পাত্রে যব, গম , চাল, কালো জিরা, কাঁচা মরিচ ভিজিয়ে বিছানার তলায় সারা রাত রাখুন।

নতুন দায়িত্ব আপনার কর্মব্যস্ততা বাড়াবে। আপনার কাজের বিনিময়ে যেটুকু অর্থ পাবেন তাতেই সন্তুষ্ট থাকুন। আজকের দিনে আপনার শত্রুপক্ষ অবদমিত থাকবে। কাজের অগ্রগতি বজায় থাকবে। পারিবারিক জীবনের বিশেষ মুহূর্ত উপভোগ করতে পারবেন।
টোটকা: একটি বৃন্তে তিনটি বেলপাতা আছে এমন পাঁচটি বৃন্তকে একত্রে বেঁধে সেটিকে একটি পিতলের পাত্রে সরিষার তেলের মধ্যে কাঁচা হলুদ দিয়ে সূর্যাস্ত পর্যন্ত ডুবিয়ে রাখুন।

আজকের দিনে নিজের মতামত পরিস্থিতি বুঝে প্রকাশ করুন। সহোদরস্থানীয় কারো সঙ্গে সমস্যা দেখা দিতে পারে। সন্ধ্যে থেকে পরিবেশ জটিলতা মুক্ত হতে শুরু করবে। কর্মে লাভ এবং স্বজন সুখের লক্ষণ দেখা যাচ্ছে।
টোটকা: একটি কলাকে কিছুটা কালো জিরে, কিছুটা চাল, সামান্য তিল অল্প জল দিয়ে মেখে জলাশয়ে ভাসিয়ে দিন।

ধার্মিক মানুষের সঙ্গে সময় কাটাতে পারবেন। মন স্থির রাখতে চেষ্টা করলেও আপনার সামনে এমন কিছু কিছু ঘটনা ঘটতে পারে যেখানে মন চঞ্চল হবে। আজকের দিনে কর্ম সংক্রান্ত খবর আসতে রাত হয়ে যাবে, তবে খবর আসবে। সারাদিনে বিভিন্ন ধরনের মিশ্র পরিবেশের মুখোমুখি হতে হবে।
টোটকা: সম্ভব হলে সর্পগন্ধা বা পাথর কুচি গাছ রোপণ করুন।

আজ অর্থ ও সম্পত্তি লাভ যোগ শক্তিশালী থাকবে। বন্ধুস্থানীয় কারো সৎপরামর্শে উন্নতি লাভ করবেন। কোনো তৃতীয় ব্যক্তির সহায়তায় অল্প কিছু আর্থিক লাভ হতে পারে। কাজের অগ্রগতি নিয়ে চিন্তায় থাকবেন। কাজের অগ্রগতি না হওয়া নিয়ে অন্য কোনো ব্যক্তিকে চাপ দিয়ে লাভ হবে না।
টোটকা: পাঁচটি আমের পল্লবের উপর চন্দনের একটি করে ফোঁটা দিয়ে প্রধান দরজায় ঝুলিয়ে রাখুন।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুন ০৫, ২০১৪