আজ কেমন যাবে(৬/৬/২০১৪)মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৯
সম্পত্তি রক্ষা করতে পরিশ্রম করতে হবে। সম্পত্তি সংক্রান্ত যেকোনো বিষয়ে সতর্ক হোন।
টোটকা: বাড়ি থেকে বের হওয়ার সময়ে সামান্য চিনি বা মিছরি মুখে রাখুন।

সমস্যার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকুন। সমস্যার কারণ ঘটলেও সামলে নিতে পারবেন। বেলার দিকে সুখবর আসতে পারে। যেকোনো কাজ ধীরে ধীরে শেষ করুন। দিনের মধ্যে অশুভ প্রভাব অনুভূত হলেও কারো সঙ্গে আলোচনা করবেন না। দিনের শেষে শুভ ইঙ্গিত পাবেন। অর্থাভাবের যোগ নেই।
টোটকা: নিজের পকেটে তুলসী পাতায় একটি চন্দনের টিপ দিয়ে কাছে রাখুন।

ঠান্ডা মাথায় পরিবারে আপনার বক্তব্য বোঝানোর চেষ্টা করুন। সহজ কোনো কাজ গ্রহের ফেরে জটিল করে তুলতে পারেন। দিনের মধ্যভাগে শুভ প্রভাবের ফলে কাজ সহজ হয়ে যেতে পারে। কর্মে সাফল্যের যোগ দেখা যাচ্ছে। মেপে খরচ করার দিকে নজর দিন।
টোটকা: কাজের টেবিলে পূর্ব দিকে মুখ করে বসার চেষ্টা করুন।

চোখ বুজে কারো কথা বিশ্বাস করা ঠিক হবে না। প্রতিকূল পরিবেশে মানসিক অস্থিরতা থাকতে পারে। দুশ্চিন্তা দূর করতে পরিবারের সঙ্গে মানিয়ে নিয়ে চলুন। বিকেলের পর জটিলতা কমলেও শত্রুদের ঈর্ষা বজায় থাকবে। সন্ধ্যের পর বিশেষ চেষ্টা না করেই পরিবেশ আপনার অনুকূলে আসবে।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ১৮
অদম্য মনের জোর আপনাকে সাহায্য করবে। পিতাস্থানীয় কারো সঙ্গে আলোচনার ফল শুভ হবে। কর্মস্থলের চক্রান্ত আপনাকে কাবু করতে পারবে না। সন্ধ্যায় বুদ্ধির জোরে বিপদ থেকে অব্যাহতি পাবেন।
টোটকা: গাড়ি চালকেরা গাড়িতে সিঁদুর ও তেল দিয়ে সামনের দিকে একটি সূর্য চিহ্ন এঁকে রাখুন।

শত্রুর সঙ্গে ভালো ব্যবহার করে শত্রুতাকে বাড়তে দেবেন না। আজ কোথাও গিয়ে শান্তি পাবেন না। গৃহগত সমস্যা বিষয়ে বেশি গুরুত্ব দিতে না যাওয়াই মঙ্গল। বিশেষ কারো হস্তক্ষেপে অর্থপ্রাপ্তি হতে পারে। শনিবার যথাযথ প্রচেষ্টায় অগ্রগতি বজায় থাকবে।
টোটকা: শোবার ঘরে ঠিক বিছানার পূর্বপাশে একটি পিতলের পাত্রে জলে কিছু সাদা ফুল রাখলে উপকার পাবেন।

নিজের স্বার্থ বুঝে চলুন, সহকর্মীদের এগিয়ে যাওয়ার সুযোগ করে দিন। আশানুরূপ পরিবেশে কর্মে উন্নতিযোগ আছে। বাবার মতামতকে প্রাধান্য দিলে পরোক্ষভাবে উন্নতির সুযোগ আছে। সংগঠনমূলক কাজে অগ্রগতি বজায় থাকবে। দিনের শেষে অর্থনীতিক বিষয়ে দুশ্চিন্তা হতে পারে।
টোটকা: কাক-পক্ষীকে দানা শস্য দান করুন।

মানসিক চাঞ্চল্যের ফলে কাজে ভুল হবে। অহেতুক ভয় পাবেন না। প্রিয়জনের কথায় অসম্মানিত বোধ করতে পারেন। ভাগ্যের সাহায্য থাকায় কাজগুলি সহজে হবে। তবে অপছন্দের লোকজনের সঙ্গে তাল মিলিয়ে চলতে বাধ্য হবেন।
টোটকা: কুকুর, গবাদি পশুদের খাদ্য দান করুন।

কাজের ফাঁকে নিজেকেও কিছুটা সময় দিন। বয়সে বড় কারও শরীর খারাপ করতে পারে। কাজ সংক্রান্ত ঝামেলা আসতে পারে। শত্রুপক্ষকে কিছু বোঝাতে গেলে সমস্যা বাড়বে। বিকেলে পরিবেশে উন্নতির আশা।
টোটকা: সাদা পোশাক পরুন। একটি পাত্রে গম, চাল ভিজিয়ে রাখুন।

অজান্তে কারো উপকার করে ফেলবেন। আপনার প্রাপ্যযোগ মন্দ হবে না। পারিবারিক শুভ খবর পেতে পারেন। আপনার দক্ষতা অনুযায়ী শুভ ফলের আশা আছে। কাজের জন্য দূরে যাওয়ার প্রয়োজন হতে পারে। স্বজনদের সঙ্গে মনোমালিন্য হলেও সন্ধ্যের পরে মিটে যাওয়ার আশা আছে।
টোটকা: গোলাপজল মিশ্রিত জলে গোসল করুন।

ব্যবসায় জনপ্রিয়তা ক্রমেই বাড়তে থাকবে। দুশ্চিন্তা নিয়েই নতুন দায়িত্ব হাতে নেবেন। কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন। পদস্থ ব্যক্তির সঙ্গে একমত হয়ে দায়িত্ব পালন করবেন। পারিপার্শ্বিক পরিবেশ আপনার পক্ষে থাকবে। নতুন সুযোগ পেলে তা বাস্তবায়িত করার চেষ্টা করুন।
টোটকা: কুকুরকে উচ্ছিষ্ট নয় এমন খাবার দিন।
মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৪
ভাগ্য আপনাকে সফল করবে, কিন্তু তার জন্য লাগবে সময়। বাধার ফলে মনে অসহায়তা জাগতে পারে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে অবস্থা স্থিতিশীল হবে। সন্ধ্যের পর বেশ কিছুটা উন্নতি হবে। কাজে অগ্রগতি আসবে। আগের কোনো আটকে থাকা কাজে অপ্রত্যাশিত প্রাপ্তি হবে।
টোটকা: একটি হরিতকি গোলাপ জলে ধুয়ে পরিষ্কার সাদা কাপড়ে বা রুমালে মুড়ে নিজের কাছে রাখুন।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুন ০৬, ২০১৪