ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

অন্য এক আর্জেন্টিনা!

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫১, জুন ৬, ২০১৪
অন্য এক আর্জেন্টিনা!

আর্জেন্টিনা মানে শুধু ফুটবলের দেশ নয়, কম নয় দেশটির বিচিত্র সৌন্দর্যও। ভূ-প্রাকৃতিক গঠন, পরিবর্তনও কখনো কখনো রূপ নেয় নান্দনিকতায়।

দেশটির এমন একটি স্থানের কথা জানাচ্ছি পাঠককে।



আগ্নেয়গিরি থেকে প্রকৃতিকভাবে সৃষ্টি করেছে অবিশ্বাস্যরকম ভূমিরূপ বা গোলকধাঁধা। যাকে বলা হয় ভাস্কর্যও।



আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত দেশটির একটি মরু অঞ্চলে ৫ হাজার পাথরে সাজিয়েছে ২৫ কিলোমিটার দৈর্ঘ্য ও ১০ কিলোমিটার বিস্তৃত এলাকা।



এলাকাটির নাম ক্যাম্পো ডি পিয়েড্রা পোমেজ বা পুমিক স্টোন ফিল্ড। অবস্থিত ক্যাটামারকায়। এই চমৎকার ভূ-দৃশ্যের সৃষ্টি হয়েছ আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে।



অগ্ন্যুৎপাতের ছাই ও  ধ্বংসাবশেষের স্রোত দানা বেঁধে এই রূপ। কিছুদিন পর এটা পরিণত হয় পাথরে সাজানো গর্তে। ধ্বংসাবশেষ যখন ঠান্ডা হয় তখন তখন কোথাও উঁচু, কোথাও নিচু, কোথাও বাঁকানো মিলে সৃষ্টি হয় নান্দনিক চিত্ররূপের মতো।



তবে ভালো খবর হলো স্থানটি অতটা দুর্গম নয়, আপনি ইচ্ছে করলে যেতে পারবেন এর সৌন্দর্যে মুগ্ধ হতে। তবে সাবধানে চলাফেরা না করলে সব সৌন্দর্য উপভোগ করা চিরতরের জন্য কিন্তু থেমে যেতে পারে!

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জুন ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।