ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

ভালোবাসা দিবসে ৫৬ ক্যারেট হীরার গহনা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৫, ফেব্রুয়ারি ১৪, ২০১১
ভালোবাসা দিবসে ৫৬ ক্যারেট হীরার গহনা!

ভালোবাসা দিবসে আপনি হয়তো আশা করছেন চকোলেটের বাক্স কিংবা অগণিত ফুলের তোড়া পাওয়ার, যা হবে পরিচিত অন্য কারো চেয়ে অনেক বেশি জমকালো। কিন্তু এর চেয়েও জিনিস আপনার জন্য অপেক্ষা করছে, যদি আপনার প্রিয় ব্যক্তিটির পকেটে থাকে বেশ পরিমাণে টাকাকড়ি।



সুইজারল্যান্ডের জেনেভায় ৫৬ ক্যারেট ওজনের হৃদয়াকৃতির একটি হীরার গহনা বিক্রির জন্য রাখা হয়েছে। যারা এটা উপহার হিসেবে দিতে চান তাদেরই খুঁজছে কর্তৃপক্ষ। যা খুশি করবে আপনার সবচাইতে কাঙ্ক্ষিত ব্যক্তিকেও।
 
তবে এর জন্য ক্রেতাকে গুনতে হবে স্রেফ সাড়ে সাত লাখ পাউন্ড। তবে অস্থির হওয়ার কারণ নেই, এখনও সময় আছে।   বিখ্যাত নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টিস আগামী মে মাসে এটি বিক্রি করার ঘোষণা দিয়েছে। কাজেই হাতে সময় আছে অনেকটাই, কী বলেন!

বাংলাদেশ সময় ২০৪৭, ফেব্রুয়ারি ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।