ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

জাতীয় ক্রিকেট দলের জন্য শিশুদের আঁকা ছবি প্রদর্শনী

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৮, ফেব্রুয়ারি ১৪, ২০১১
জাতীয় ক্রিকেট দলের জন্য শিশুদের আঁকা ছবি প্রদর্শনী

জাতীয় ক্রিকেট দলের জন্য শিশুদের আঁকা ‘আমার দেশ আমার দল’ শিরোনামের ছবি নিয়ে নিত্য উপহার আয়োজন করেছে ২৪ দিনব্যাপী ছবি প্রদর্শনী। ১৪ ফেব্রুয়ারি সোমবার বিকেলে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের লেবেল ৪, বি-ব্লক-এর নিত্য উপহারের শো রুমে এর উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন এভারেস্টজয়ী মুসা ইব্রাহিম এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি আহমেদ সাজেদুল আলম ববি। প্রদর্শনী চলবে ১০ মার্চ পর্যন্ত।

শিশুদের আঁকা প্রায় ২৫০ ছবি থেকে ৬৬টি ছবি নির্বাচন করে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। নির্বাচিত ছবিগুলো নিয়ে একটি অ্যালবাম প্রকাশ করা হবে এবং জাতীয় ক্রিকেট দলের কাছে তা পৌঁছে দেওয়া হবে। সব ছবিই পর্যায়ক্রমে টি-শার্টে ব্যবহার করা হবে।

অংকিত ছবির লভ্যাংশের ৬০ ভাগ দেওয়া হবে বঞ্চিত শিশুদের আর বাকিটা দেওয়া হবে আঁকিয়েকে।

‘জাতীয় ক্রিকেট দল ও শিশুদের  অনুপ্রেরণা দেওয়ার জন্যই আমরা এ আয়োজন করেছি’- বললেন নিত্য উপহারের কর্ণধার বাহার রহমান।

বাংলাদেশ সময় ২৩৪০, ফেব্রুয়ারি ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।