ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

অজ্ঞাতশক্তি চালিত হবেন বৃষ, শুভ শক্তি সাহায্য করবে সিংহকে

জ্যোতিষ কুমারী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০০, জুন ১৮, ২০১৪
অজ্ঞাতশক্তি চালিত হবেন বৃষ, শুভ শক্তি সাহায্য করবে সিংহকে

আজ কেমন যাবে
তারিখ: ১৮/৬/২০১৪

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৯
আপনি শান্তি বজায় রাখতে চাইলেও ব্যবসায় সমস্যা দেখা দেবে। অংশীদারি ব্যবসায়ে যেকোন বিষয়ে সতর্ক হোন।

শত্রুতা হচ্ছে বুঝতে পারলেও প্রকাশ্যে বিরোধিতা করবেন না। দেখা দিতে পারে উদ্বেগ, সমস্যা ও অর্থকষ্ট। সন্ধ্যায় বন্ধুর উপর নির্ভর করতে হতে পারে।

টোটকা: বাড়ি থেকে বের হওয়ার সময় সামান্য চিনি বা মিছরি মুখে রাখুন।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৪
সমস্যার মুখোমুখি লড়াই করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকুন। অজ্ঞাত শক্তিতে পরিচালিত হবেন। সকালের দিকে অসন্তোষের কারণ ঘটলেও সামলে নেবেন। অপ্রত্যাশিত সুখবর আসতে পারে। অর্থাভাবের যোগ নেই।

টোটকা: নিজের পকেটে তুলসী পাতায় একটি চন্দনের টিপ দিয়ে কাছে রাখুন।

মিথুন: (২২মে – ২১ জুন) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৮
ব্যবসায় সাফল্য ও সমস্যা দুই আসবে। কর্মক্ষেত্রে সাফল্যের যোগ দেখা যাচ্ছে। বিনোদনের ক্ষেত্রে মেপে খরচ করতে হবে। যেকোন প্রস্তাব আসলে আগে সেটিকে খুঁটিয়ে দেখে তবেই সিদ্ধান্ত নিন।
 
টোটকা: কাজের টেবিলে পূর্ব  দিকে মুখ করে বসার চেষ্টা করুন।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২১
প্রত্যক্ষ প্রমাণ ছাড়া কোনো তথ্য বিশ্বাস করে এগোনো ঠিক হবে না। নানা রকম বাধায় মানসিক অস্থিরতা থাকতে পারে। দুশ্চিন্তা দূর করতে পরিবারের সঙ্গে মানিয়ে নিয়ে চলুন। বিকেলের পর জটিলতা কমলেও অন্যের ঈর্ষা থাকবে।

টোটকা: শোবার ঘরে একটি পিতলের পাত্রে জল দিয়ে তিনটি পদ্মফুল রাখলে উপকার পাবেন।

সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  শুভ রং : হলুদ, শুভ সংখ্যা :  ১৮
শুভ শক্তি আপনাকে সমসময় সাহায্য করবে। বন্ধুস্থানীয় কারো সঙ্গে আলোচনার ফল শুভ হবে। কর্মস্থলের বিরুদ্ধ পরিবেশ আপনাকে কাবু করতে পারবে না। সন্ধ্যায় বুদ্ধির জোরে তর্কে অব্যাহতি পাবেন।

টোটকা: গাড়ি চালকেরা গাড়িতে সিঁদুর ও তেল দিয়ে সামনের দিকে একটি সূর্য চিহ্ন এঁকে রাখুন।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  শুভ রং : বাদামি,  শুভ সংখ্যা : ১২
আজ কোথাও গিয়ে স্বস্তি পাবেন না। গ্রহের অবস্থানগত সমস্যার কিছু প্রভাব পড়বে। গৃহগত মতামত দিতে না যাওয়াই মঙ্গল। বিশেষ কারো হস্তক্ষেপে অর্থপ্রাপ্তি হতে পারে। শনিবার যথাযথ প্রচেষ্টায় অগ্রগতি বজায় থাকবে।

টোটকা: শোবার ঘরে ঠিক বিছানার পূর্ব পাশে একটি পিতলের পাত্রে জলে কিছু সাদা ফুল রাখলে উপকার পাবেন।

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) শুভ রং হলুদ   শুভ সংখ্যা : ১৮
নিজে ও সহকর্মীদের একসঙ্গে কাজ করার ব্যাপারে উৎসাহিত করুন। আশানুরূপ পরিবেশে কর্মে উন্নতির যোগ আছে। বাবার মতামতকে প্রাধান্য দিলে পরোক্ষভাবে উন্নতির সুযোগ আছে। সংগঠনমূলক কাজে অগ্রগতি বজায় থাকবে। দিনের শেষে অর্থনীতিক বিষয়ে দুশ্চিন্তা হতে পারে।
 
টোটকা: কাক-পক্ষীকে দানা শস্য দান করুন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৮
মানসিক চাঞ্চল্যের ফলে কাজে প্রভাব পড়বে। অহেতুক ভয় পেতে পারেন। প্রিয়জনের কথায় অসম্মানিত বোধ করতে পারেন। দিনের শেষে কাজগুলি সহজে হবে। তবে অপছন্দের লোকজনের সঙ্গে সময় কাটাতে বাধ্য হবেন।

টোটকা: কুকুর, গবাদি পশুদের খাদ্য দান করুন।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৫
কাজের ফাঁকে শরীর নিয়েও সচেতন হন। দিনটি শুভ। তবে কিছু উটকো ঝামেলা আসতে পারে। শত্রুপক্ষকে কিছু বোঝাতে গেলে সমস্যা বাড়বে। বিকেলে পরিবেশের উন্নতির আশা।

টোটকা: সাদা পোশাক পরুন।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১২
আর্থিক দিক  শুভ। আপনার প্রাপ্য আদায় মন্দ হবে না। সন্তানের শুভ খবর পেতে পারেন। ব্যক্তি দক্ষতা অনুযায়ী শুভ পরিবর্তনের আশা। গৃহ থেকে দূরে যাওয়ার প্রয়োজন হতে পারে। স্বজনদের সঙ্গে কথা কাটাকাটি হলেও সন্ধের পরে মিটে যাওয়ার আশা আছে।

টোটকা: গোলাপজল মিশ্রিত জলে গোসল করুন।  

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮
দুশ্চিন্তা নিয়ে কাজ শুরু হলেও দিন এগোতে থাকলে কাজের সফলতা আসতে থাকবে। বেলায় শুভ পরিবর্তন। পদস্থ ব্যক্তির সঙ্গে ঐক্যমত্য হয়ে দায়িত্ব পালন করবেন। পারিপার্শ্বিক পরিবেশ আপনার পক্ষে থাকবে। সন্ধ্যায় সুযোগ পেলে তা বাস্তবায়িত করার চেষ্টা করুন।

টোটকা: কুকুরকে উচ্ছিষ্ট নয় এমন খাবার দিন।

মীন: (১৯ ফেব্রুয়ারি –২০ মার্চ) শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৪
নিজের আত্মবিশ্বাসের ফলে সফল হবেন। বাধার ফলে মনে অসহায়তা জাগতে পারে। ধীরে ধীরে অবস্থা স্থিতিশীল হবে। সন্ধ্যের পর অবস্থার সামান্য উন্নতি হবে। সন্ধ্যের পর কাজে অগ্রগতি আসবে। আগের কোনো আটকে থাকা কাজে অপ্রত্যাশিত সফলতা আসবে।
 
টোটকা: একটি হরিতকি গোলাপ জলে ধুয়ে পরিষ্কার সাদা কাপড়ে বা রুমালে মুড়ে নিজের কাছে রাখুন।

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুন ১৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।