আজ কেমন যাবে
তারিখ- ২০/৬/২০১৪মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ৯
ব্যবসার বিষয় নিয়ে একটু বেশি ব্যস্ত থাকবেন। অংশীদারি ব্যবসা নিয়ে যে কোনো আলোচনা বিশ্বস্ত কাউকে সঙ্গে নিয়ে করুন।
টোটকা: একটি জীবন্ত মাছকে জলাশয়ে ছেড়ে দিন।

দিনের প্রথম অংশ খানিকটা প্রতিকূল কাটবে। এই প্রতিকূলতা কাটিয়ে উঠলে বাকি দিনটি শুভভাবেই কেটে যাবে। কর্ম জগতের বাইরে কোনো সমস্যা দেখা দিতে পারে। তবে আপনাকে সহায়তা করবে এমন কোনো বন্ধুকে সঙ্গে পাবেন। দুশ্চিন্তা সারাদিন আপনার পিছু ছাড়তে চাইবে না। তবে বিকেলের পর আসতে পারে অপ্রত্যাশিত পরিবর্তন।
টোটকা: সদর দরজার ঠিক নিচে উত্তর দিকে মুখ করে তেল এবং সিঁদুর দিয়ে একটি মাছের ছবি এঁকে রাখুন।

সফলতার সম্ভাবনা থাকলেও গ্রহের প্রতিকূল অবস্থান আপনাকে সফলতা উপভোগ করতে দেবে না। সমস্যার মুখে পরিবারের সাহায্য পাবেন। একবার নেওয়া সিদ্ধান্ত পরে পরিবর্তন করবেন না। কোনো ধরনের লোভের বশবর্তী হয়ে নিজের সততা থেকে সরে আসবেন না।
টোটকা: দিনে একবার অন্তত দারুচিনি এবং মধু সেবন করুন।

অসম্পূর্ণ কাজ আপনাকে অস্থির করে তুলতে পারে। ভাগ্য সহায়তা করলেও আপনার ভয় থেকেই যাবে। ন্যায্য পাওনা এবং ব্যবসা নিয়ে শুভ পরিবর্তন দেখা যাচ্ছে। স্বাস্থ্যজনিত চিন্তায় কিছুটা মানসিক ক্লান্তি বজায় থাকতে পারে।
টোটকা: সাদা পোশাক পরুন। একটি পাত্রে জলে গম এবং চাল ভিজিয়ে রাখুন।

সম্পত্তি নিয়ে জটিলতা বাড়বে। অপব্যয় থেকে সতর্ক থাকুন। পারিবারিক কারণে অবসাদ বোধ থাকতে পারে। পরিবারের সহযোগিতায় মনোবল বৃদ্ধি পাবে। অর্থ জোগাড় করা নিয়ে কোনো সমস্যা থাকলে তা থেকে মুক্তি পাবেন। এমন কোনো ব্যক্তির সঙ্গে দেখা হবে যার সঙ্গে যোগাযোগের ফলে ধর্মে আগ্রহ বাড়বে।
টোটকা: একটি হলুদ কাপড়ে কিছুটা সরষে এবং তিল পুটুলি করে বেঁধে জলে ভাসিয়ে দিন।

মানসিক চাপের ফলে কাজে ভুল হবে। অশুভ প্রভাবে প্রভাবিত হয়ে কেউ আপনার ক্ষতি করতে পারে। অর্থকষ্টের সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে আপনার মতামত কর্তৃপক্ষ শুনতে চাইবে না। কাজ শেষ করতে আজকের দিনে বেশ বেগ পেতে হতে পারে।
টোটকা: কাজের জায়গায় একটি ত্রিকোণাকৃতির স্ফটিক রাখুন।

পারিবারিক বিষয়ে সমাধান খুঁজে পাবেন। নিয়মের দ্বারা বদ্ধ হয়ে পড়লে কিছুটা বিরক্ত হতে পারেন। তবে প্রয়োজনীয় কাজ দুপুরের মধ্যে শেষ করতে চেষ্টা করুন। বিতর্কের সম্মুখীন হলেও বাস্তব কথাগুলো জানিয়ে দিন। বিকেলের পর পরিবারে অনুকূল পরিবেশ পেতে পারেন।
টোটকা: একটি গোটা সুপারি, তিনটি বেল পাতা এবং একটি কলা বাড়ির পশ্চিম দিকের কোণে রেখে দিন।

আজকে চেষ্টা করলেও সব কাজ শেষ করতে পারবেন না। আর্থিক সমস্যা মনকে দুর্বল করে দিতে পারে। কর্মক্ষেত্রে সমালোচনা শুনতে হতে পারে। আপনার অনড় মনোভাব উন্নতির ক্ষেত্রে বাঁধার কারণ হয়ে উঠতে পারে। ভ্রমণের যোগ আছে।
টোটকা: গাড়ি চালকেরা গাড়িতে সিঁদুর ও তেল দিয়ে সামনের দিকে একটি সূর্য চিহ্ন এঁকে রাখুন।

কোনো পুরানো পারিবারিক সমস্যা মাথাচাড়া দিতে পারে। ব্যবসা সংক্রান্ত কাজে ভালোই ফল পাবেন। অংশীদারি কাজে মনোমালিন্য হলেও সমাধান হয়ে যাবে। পরিবারে সকলের কথা সহমর্মিতার সঙ্গে বোঝার চেষ্টা করুন।
টোটকা: কাজের টেবিলে একটি গোল স্ফটিক রাখুন।

বুদ্ধির ব্যবহারে পরিবারে উন্নতির যোগ পরিলক্ষিত হচ্ছে। পরিবেশ অনুকূল থাকায় প্রয়োজনীয় কাজ করে ফেলতে পারবেন। গর্ববোধের কারণ হবে আপনার সাফল্য। আপনার সমস্যা সমাধানে এগিয়ে আসবে কোনো আত্মীয়। বন্ধুর সহায়তায় জটিল কাজের সমাধান হবে।
টোটকা: একটি মাটির পাত্রে কিছুটা গুড়, একটি পান কিছুটা তেল এবং কয়েকটি দূর্বা ঘাস একসঙ্গে রেখে বাড়ির পশ্চিম কোণে রেখে দিন।

ব্যবসার প্রয়োজনে ব্যস্ততা বৃদ্ধি পাবে। দিনের প্রথমভাগে পরিবেশ কিছুটা প্রতিকূল থাকবে। সন্ধ্যার পর পরিবেশের শুভ পরিবর্তন হবে। সন্ধ্যার পর ইচ্ছেপূরণের সম্ভাবনা দেখা যাচ্ছে। ব্যবসায়ীদের নতুন সুযোগ আসবে। কর্মক্ষেত্রে সম্মানজনক উন্নতির সম্ভাবনা আছে।
টোটকা: নিজের পকেটে তুলসী পাতায় একটি চন্দনের টিপ দিয়ে কাছে রাখুন।

আপনার কাজ নিয়ে সকলেই প্রশংসা করবে। কনিষ্ঠ কারও সহায়তায় পারিবারিক সমস্যার সমাধান হতে পারে। বিনিয়োগের আগে সচেতন হন। কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আছে। তবে আপনার উন্নতি কোনো সহকর্মীর চক্ষুশূল হতে পারে।
টোটকা: একটি নিম পাতা ও সামান্য চাল সকালে উঠে চিবিয়ে সেটিকে জলে ফেলে দিন।
বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুন ২০, ২০১৪