ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

ফিচার

হাতে বানালেন প্রথম বিশ্বযুদ্ধের যুদ্ধবিমান!

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:৩২, আগস্ট ৪, ২০১৪
হাতে বানালেন প্রথম বিশ্বযুদ্ধের যুদ্ধবিমান! ছবি: সংগৃহীত

ঢাকা: তার বয়সে মানুষ ইজিচেয়ারে শুয়ে অতীতের স্মৃতি রোমন্থন করেন। আর মানুষের মন তো এমনিতেই স্বপ্নচারী।

তার স্বপ্নের জগতে ‘যদি’র শেষ নেই। যদি এই করতে পারতাম, ওই করতে পারতাম!

তবে ব্যতিক্রম কেউ কেউও আছেন যারা বয়সের ধার ধারেন না। কেবল থেমে থাকেন না স্বপ্ন দেখেই। সানন্দে ঝাঁপিয়ে পড়েন স্বপ্ন পূরণ করতে।

তেমনই একজন মাইক ক্লার্ক। বয়স ৬২। বাড়ি বসেই বানিয়ে ফেলেছেন প্রথম বিশ্বযুদ্ধের যুদ্ধ বিমান!  

বাংলাদেশি টাকায় ১৫ লাখ ৮৪ হাজার টাকা ব্যয়ে তিনি বানিয়েছেন ‘ফকার আইনডেকার ই-৩’। আসলে এটি প্রথম বিশ্বযুদ্ধে ব্যবহৃত জার্মান যুদ্ধ বিমানের রেপ্লিকা। খরচের দিক দিয়ে একটি ছোট সেকেন্ড হ্যান্ড রোডস্টারের চেয়েও কম।

জার্মান এই যন্ত্রটি ছিল ইতিহাসের প্রথম এক আসনের যুদ্ধ বিমান। ১৯১৫ থেকে ১৯১৬ সালের দিকে এটি পরিচিত ছিল ‘ফকার স্কর্জ’ নামে।

মি. ক্লার্ক পেশায় একজন বাণিজ্যিক এয়ারলাইন পাইলট। তার নিজের বানানো একটি মেশিনগানের রেপ্লিকাও আছে।

তার নিজের বানানো যুদ্ধ বিমান চেপে তিনি বাড়ির আশেপাশে বেড়াতে যান। ঘণ্টায় ৫৫ কি.মি. গতিবেগে তিনি ইংল্যান্ডের ওয়েস্ট সসেক্সের চারপাশ ঘুরে আসেন। এতে তার গাড়ির সমানই তেল খরচ হয়।

নিজের তৈরি যুদ্ধ বিমান নিয়ে তার ভাবনা, এটা এখনও উড়ছে। কিন্তু এটা এয়ারলাইন ওড়ার থেকে আলাদা।
এটি ২০ লিটার তেলে সর্বোচ্চ ৯০ মাইল ভ্রমণ করতে পারে।


বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৪
শুভ্র/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।