ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

ফিচার

সেলফিতে প্রাণ গেল যুবকের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৮, আগস্ট ৪, ২০১৪
সেলফিতে প্রাণ গেল যুবকের ছবি: সংগৃহীত

ঢাকা: ছবি তুলতে কার না ভালো লাগে! নিজের ছবি নিজে তোলার পর অর্থাৎ সেলফি ছবি প্রিয়জনদের দেখানোর আনন্দই আলাদা!

ছবি তোলার পর প্রিয়জনদের দেখানোর সে সুযোগ করে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। সেলফির ছবি ফেসবুকে আপলোড করে সব বন্ধুদের জানাতে অনেকেই ভালোবাসেন।



সেই কাজটি করতে গিয়ে দুর্ভাগ্যবশত এক যুবকের প্রাণ গেছে। সম্প্রতি, এক হাত দিয়ে নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে ও অন্যহাত দিয়ে সেলফি তুলতে গেলে হঠাৎ করে পিস্তল থেকে গুলি বেরিয়ে যায়। এতে করে ২১ বছর বয়সী মেক্সিকান যুবক অছকার অতেরো এগুলার মারা যান। ফেসবুকে সেলফির ছবি আর আপলোড করা হলো না তার।

এ বিষয়ে তার প্রতিবেশী ম্যান ফ্রেডো পায়েজ পায়েজ বলেন, আমি একটি গুলির শব্দ শুনতে পাই। এরপরই চিৎকার। কোনো সমস্যা হয়েছে বুঝতে পেরে আমি পুলিশকে খবর দেই। পুলিশ এসে যখন পৌঁছায় তখনও এগুলার জীবিত ছিলেন।

তবে দেশটির জননিরাপত্তা বিষয়ক মন্ত্রণ‍ালয়ের পক্ষ থেকে এটিকে দুর্ঘটনা বলেই দাবি করা হয়েছে। তাদের মতে, ফেসবুকে ছবি আপলোড করার জন্য সেলফি করতে গিয়ে যুবকটির মৃত্যু হয়েছে।

আর এ ঘটনায় এগুলার বন্ধু অমর ইবনে ক্যামপোছকে আটক  করেছে পুলিশ।

এ দুর্ঘটনার আগে উত্তর মেক্সিকো শহরে অছকার অতেরো এগুলার তার দুই বন্ধুর সঙ্গে মদ পান করছিলেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

অতীতেও ফেসবুক প্রোফাইলে মদ খাওয়ার দৃশ্য ও বিভিন্ন ধরনের গাড়িতে বসে সেলফির ছবি আপলোড করেন এগুলার।

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।