ট্রফি ও বিজয়ী মুরগি রোড রানার নিয়ে হারভে কিলি।
ঘোড়দৌড়, উটের দৌড়, ষাড়ের দৌড় এমনকি কুকুরের দৌড় প্রতিযোগিতার কথাও শোনা গেছে।
তবে ইংল্যান্ডের ডার্বিশায়ারে প্রতি বছরই অনুষ্ঠিত হয়ে আসছে মুরগির দৌড় প্রতিযোগিতা। ডার্বিশায়ারের বনসালের বার্লে মো ইন গ্রামে আযোজিত এই প্রতিযোগিতার ঐতিহ্য প্রায় একশ’ বছরের।

মুরগির দৌঁড় প্রতিযোগিতায় ফিনিশিং লাইনের দিকে এগিয়ে যাচ্ছে মুরগিগুলো।
প্রতিযোগিতায় অংশ নেয়া মুরগিকে দৌড়ে পার হতে হয় ২০ গজ দূরত্ব। চলতি বছরের প্রতিযোগিতায় অংশ নেয় ৫২টি মুরগি।
স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি অদ্ভুত এই প্রতিযোগিতা উপভোগ করতে হাজির হন কয়েকশ’ পর্যটকও।

এগিয়ে যাচ্ছে বিজয়ী মুরগি রোড রানার। এর মালিক অলিভার কিলি এবং এটিকে প্রশিক্ষণ দিয়েছে তার দশ বছর বয়সী ভাই হারভে।
বেশিরভাগ লোক মজা পাওয়ার জন্যই এই প্রতিযোগিতায় হাজির হলেও অনেক মুরগির মালিকই নিজের মুরগি নিয়ে আসেন ‘জিততেই হবে’ এমন পেশাদারি মনোভাব নিয়ে।
নিজের পোষা মুরগিকে জয়ী করতে অদ্ভূত সব কলাকৌশলেরও আশ্রয় নেন তারা। দৌড়ের সময় অনেকে টিন বাজিয়ে নিজের মুরগিকে উৎসাহিত করেন। আবার কেউ কেউ মুরগিকে দেন অদ্ভুত সব উচ্চারণ ও ভঙ্গিতে।

দৌড়ানোর তাড়নায় লড়াই শুরু হওয়ার আগেই মালিকের হাত ছুটে বেরিয়ে গেলো প্রতিযোগী এক মুরগি।
মুরগিদের দৌড়ে পেশাদারিত্বের বিষয়টি লক্ষ্য করেছেন প্রতিযোগিতার অন্যতম উদ্যোক্তা কোলেটি ডিউহার্স্টও। গ্রামের স্থানীয় পাবের মালিক এ নারী জানান, শুধু মজার জন্যই নয় এবারের প্রতিযোগিতায় অনেক অংশগ্রহণকারীই জেতার লক্ষ্য নিয়ে তাদের মুরগিকে নিয়ে এসেছেন।

জয়লাভের পর বিজয়ী মুরগি হাতে বিজয় উদযাপন করছে হারভে কিলি। পাশেই শূন্যে হুইস্কি ছুঁড়ে উদযাপন করছে তার পিতা।
সব মুরগিকে পেছনে ফেলে প্রতিযোগিতায় জয়ী হয় তিন বছর বয়সী মুরগি রোড রানার। এর মালিক ১৩ বছর বয়সী অলিভার কিলি। তবে প্রশিক্ষণ দিয়ে চ্যাম্পিয়ন বানানোর কারিগর তার দশ বছরের ভাই হারভে।

অল্পের জন্য চ্যাম্পিয়ন হতে না পারা মুরগি ফালকে পানি খাওয়াচ্ছেন মালিক রিক অ্যালেন।
তবে বিতর্কের ঊর্ধ্বে ছিলো না রোড রানারের জয়ও। কারণ প্রায় একই সঙ্গে টাচ লাইন ছোঁয় দু’টি মুরগি। তবে ভিডিও চিত্রের মাধ্যমে মীমাংসা হয় চ্যাম্পিয়নশিপ।
বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১৪