নিউ ইয়র্কের অর্চার্ড পার্ক শহরের চেস্টনাট রিজ পার্কের দৃশ্য। চমৎকার এক জলপ্রপাত।
এই আগুন এটারনাল ফ্লেইম ফলস নামে পরিচিত। আগুন আর পানি যে একসঙ্গে মিলেমিশে সুখে-শান্তিতে বসবাস করতে পারে, সেটা এ দৃশ্য দেখে বিশ্বাস না করে উপায় নেই।

অনেকের কাছেই এটারনাল ফ্লেইম ফলস এক অমীমাংসিত রহস্যের নাম। তবে বিজ্ঞানীদের মতে মাটির নিচে থাকা পাথর থেকে উৎপন্ন গ্যাস এই আগুনের উৎস। পাথরগুলো অনেক বেশি গরম হলে তা থেকে গ্যাস উৎপন্ন হয়ে আগুন জ্বলতে পারে।

সম্প্রতি বিজ্ঞানীরা জানিয়েছেন, এই আগুন জ্বলার জন্য পাথরগুলো যতটা গরম হওয়া প্রয়োজন, চেস্টনাট রিজ পার্কের পাথরগুলো ততটা গরম নয়। সুতরাং সেগুলোর কোনো বিক্রিয়ার কারণে আগুন তৈরি হয় নি। বিজ্ঞানীদের একথার পর এটারনাল ফ্লেইম ফলস সত্যিই রহস্যে পরিণত হয়েছে। হয়তো এ রহস্য উন্মোচিত হবে কোনো একদিন, তার আগ পর্যন্ত থাকতে হচ্ছে মুগ্ধতা মেশানো প্রকৃতির বিভ্রান্তির জালেই।
বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৪