ঘটনা
১৭৭৪ সালে রোমক সম্রাট ও ফ্রান্সের রাজার মধ্যে ‘রাস্টাড শান্তি চুক্তি’ স্বাক্ষরিত হয়।
১৭৭৫ সালে রঘুনাথ রাও ও ব্রিটিশ রাজের মধ্যে সুরাট চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯০২ সালে ব্রিটিশ সেনারা দায়িত্ব পালনকালে বা অন্য সময়ে চশমা ব্যবহারের অধিকার পায়।
ব্যক্তি
১৪৭৫ সালে ইতালীয় চিত্রশিল্পী ও কবি মাইকেলেঞ্জেলোর জন্ম।
১৮১২ সালে কবি ঈশ্বও গুপ্তের জন্ম।
১৯২৮ সালে নোবেলজয়ী [১৯৮২] কলম্বিয়ার কথাসাহিত্যিক গাব্রিয়েল গার্সিয়া মার্কুয়েজের জন্ম।
১৯৭১ সালে নোবেলজয়ী [১৯৩৮] নোবেলজয়ী মার্কিন কথাসাহিত্যিক পার্ল এস. বাকের মৃত্যু।
বাংলাদেশ স্থানীয় সময় ১২৪০, মার্চ ০৬, রোববার ২০১১