ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

ফিচার

পৃথিবীর প্রথম টেস্টটিউব পেঙ্গুইন

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৪, আগস্ট ২৫, ২০১৪
পৃথিবীর প্রথম টেস্টটিউব পেঙ্গুইন

ঢাকা: আপাতত বিজ্ঞানের কাছে তার পরিচয় শুধুই একটি সংখ্যা ‘১৮৪’। কিন্তুই সংখ্যাই কি সব?

নিশ্চয় না! বিজ্ঞানের যুগান্তকারী একটি পদক্ষেপ হোক কিংবা আবেগের জায়গা থেকে, পৃথিবীর প্রথম টেস্টটিউব পেঙ্গুইন হিসেবে সে একটি বিশেষ স্থান দখল করে থাকবে।



এখনো নামহীন এ পেঙ্গুইন ছানা ১২ সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোর ‘সি ওয়ার্ল্ড’-এ জন্ম নেয়। সি ওয়ার্ল্ড একটি বন্যপ্রাণি গবেষণা প্রতিষ্ঠান। চলতি সপ্তাহে প্রথম তার ছবি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশ পায়।  

সি ওয়ার্ল্ডের সায়েন্টিফিক ডিরেক্টর ড. জাস্টিন ও’ব্রায়েন বলেন, আমাদের গবেষণার লক্ষ্য একটি প্রজাতির প্রজনন নিয়ে পড়াশোনা করা। শুধু প্রাণীর জনসংখ্যা ও স্বাস্থ্য নিয়েই আমাদের পর্যবেক্ষণ সীমাবদ্ধ রাখি নি। পাশাপাশি বন্যপ্রাণির জনসংখ্যা নিয়ে কাজ করাও আমাদের উদ্দেশ্য।   

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, পেঙ্গুইন ছানাটি বেশ সুস্থ আছে। প্রাণিবিজ্ঞানীদের একটি দল তাকে আপাতত হাত দিয়ে খাওয়াচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।