ঘটনা
১৮৩৫ সালে ভারতবর্ষে ইউরোপীয় সাহিত্য ও বিজ্ঞান প্রসারের প্রস্তাব গৃহীত হয়।
১৮৬১ সালে ঢাকা শহরের প্রথম সাপ্তাহিক ‘ঢাকা প্রকাশ’-এর আত্মপ্রকাশ।
১৯১৭ সালে জ্যাজ রেকর্ড প্রথম বাজারে বিক্রি শুরু।
১৯৭১ সালে রমনার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে মুক্তি সংগ্রামের আহবান জানান।
১৯৭৩ সালে বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
১৯৯৩ সালে আফগান নেতারা ইসলামাবাদে শান্তি চুক্তি স্বাক্ষর করে।
ব্যক্তি
১৮৫৭ সালে নোবেলজয়ী [১৯২৭] অস্ট্রিয় মনোবিজ্ঞানী ও স্নায়ুবিদ জুলিয়াস ভাগনার-য়োরেগের জন্ম।
১৯১১ সালে খ্যাতনামা হিন্দি লেখক এস.এইচ. বাৎস্যায়নের জন্ম।
১৯২৯ সালে দক্ষিণ আফ্রিকার ঔপন্যাসিক ডান জ্যাকবসনের জন্ম।
বাংলাদেশ স্থানীয় সময় ০০১৫, মার্চ ০৭, সোমবার ২০১১