ঘটনা
১৮৩৬ সালে কলকাতায় পাবলিক লাইব্রেরি উদ্বোধন হয়।
১৯৩০ সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু।
১৯৪৩ সালে ভিয়েতনামে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ভিয়েতনামি মেয়েদের বিক্ষোভ মিছিল সংঘটিত হয়।
১৯৪৪ সালে ব্রিটেনে কয়লাখনির শ্রমিকদেও ধর্মঘট শুরু।
১৯৫০ সালে সোভিয়েত ইউনিয়ন পারমাণবিক বোমার অধিকারত্ব দাবি করে।
১৯৬৫ সালে মার্কিন যুক্তরাষ্ট দণি ভিয়েতনামে ৩,৫০০ মেরিন সেনা নাময়।
ব্যাক্তি
১৭০২ সালে ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের মৃত্যু।
১৮৫৯ সালে ইংরেজ লেখক কেনেথ গ্রাহামের জন্ম।
১৯০৮ সালে চট্টগ্রাম যুব বিদ্রোহের বিপ্লবী লোকনাথ বলে জন্ম।
বাংলাদেশ সময় ০০১৫, মার্চ ০৮, ২০১১