ঘটনা
১৩৯৯ সালে তৈমুর লঙ সিন্ধু নদী অতিক্রম করে ভারতে আসেন।
১৭০২ সালে লন্ডনে প্রথম সফল ইংরেজি দৈনিক প্রকাশিত হয়।
১৮১২ সালে মার্শাম্যানের কলকাতার ছাপাখানা অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়।
১৮৭৬ সালে আলেকজান্ডার গ্রাহাম বেল তার আবিষ্কিৃত টেলিফোনে প্রথম ফোন করেন।
১৯৪০ সালে যুদ্ধ পরিস্থিতিতে ব্রিটেনে মাংসের রেশন চালু হয়।
১৯৭৪ সালে সিসিলির এটনা গিরিশৃঙ্গে অগ্নুৎপাত ঘটে।
ব্যক্তি
১৮০৯ সালে ইংরেজ নাট্যকার ও কবি হান্না কাউলির মৃত্যু।
১৯১৮ সালে শিশুসাহিত্যিক ইন্দিরা দেবীর জন্ম।
১৯৩১ সালে জার্মান চিত্রপরিচালক ফ্রিডখি সুর্নাউর মৃত্যু।
বাংলাদেশ স্থানীয় সময় ১২৪০, মার্চ ১১, শুক্রবার ২০১১