ঢাকা: ‘ফটো পাঠান বাংলানিউজে’ ঘোষণায় সাড়া দিয়ে অসংখ্য পাঠক তাদের শখের ক্যামেরায় বা স্মার্টফোনে তোলা ফটো পাঠাচ্ছেন বাংলানিউজে। সবার ফটো ধারাবাহিকভাবে প্রকাশ হবে।
নাম, ঠিকানা ও ক্যাপশন না থাকায় অনেক ফটোই আমরা প্রকাশ করতে পারছি না। আর সেরা ছবি বাছাইয়েও সমস্যা হচ্ছে। যার ফটোর সঙ্গে যতো বেশি তথ্য থাকছে, তার ফটোই বাছাইয়ে এগিয়ে থাকছে বেশি। কাজেই, আর ভুল না করে আপনার পাঠানো ফটোর সঙ্গে প্রয়োজনীয় তথ্য জুড়ে দিন। আর নিজের ফটো দেখতে চোখ রাখুন ‘বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ’ শীর্ষক বিশেষ আয়োজনে।

জেলেদের জালে সদ্য ধরা পড়া চাঁদপুর পদ্মার টাটকা ইলিশ। চাঁদপুর থেকে ছবিটি জাহিদ চৌধুরীর পাঠানো।

নেত্রকোনার বিরিশিরি সাদা মাটির পাহাড়ে বন্ধুরা। ক্যামেরবন্দি করেছেন ঢাকার ফাহিম হাসান মাজনুন।

এমন কিছু কিছু ছবিই বলে দেয় নদীমাতৃক বাংলাদেশ কত সুন্দর। ফেনীর ছোট নদীর কূলের ছবিটি তোবারক হোসেন তরীর।

সোনালি আঁশের দেশে। আলোকচিত্রী ঢাকার ফরিদ ফারাবী।

সুপেয় পানির জন্য প্রতিদিন যুদ্ধ করতে হয় দক্ষিণাঞ্চলের উপকূলীয় মানুষের। বাড়ির কর্তা কাজে, তাই গৃহিণীরাই জোগাড় করেন পানযোগ্য পানি। সেটা কখনো পায়ে হেঁটে আবার কখনো নৌকায় চড়ে। পানি সংগ্রহের এই দৃশ্যটি এস জামান ক্যামেরাবন্দি করা হয়েছে খুলনার কয়রা উপজেলার সুন্দরবন ঘেঁষা কাশিয়াবদ এলাকা থেকে।

মেঘ পাহাড়ের দেশ চট্টগ্রাম থেকে মনোরম দৃশ্যটি ক্যামেরাবন্দি করেছেন আব্দুল্লাহ আল হাসান।

মেঘের ওপর মেঘ জমেছে...। শরতের তুলাফাটা মেঘের ছবিটি স্মার্টফোনে নওড়াঁ থেকে তুলেছেন আরিফ আহম্মেদ।

আমার মাটি, আমার দেশ, আমার পতাকা, আমার অহংকার। শিশুটির চোখ-মুখ যেন সে কথাই বলছে। কক্সবাজারের লাবণী পয়েন্ট থেকে ছবিটি মোহাম্মদ শেখ সাদীর তোলা।

‘দ্যা ওয়ে অব নলেজ’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল থেকে আইফোনে ছবিটি তুলেছেন মো. ইয়াসির আরাফাত ফয়সাল।

দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান জাতীয় সংসদ ভবনের ফুটপাত!! ছবিটি পাঠিয়েছেন মাহমুদ হাসান।

কক্সবাজার সমুদ্র সৈকতের পাশে গড়ে ওঠা দালানের সারি। ছবিটি কক্সবাজারের কলাতলী থেকে হেলাল উদ্দিনের তোলা।

মণিপুর চা বাগান। ফেঞ্চুগঞ্জ, সিলেট থেকে মারূফ অমিতের ক্যামেরায়।
বাংলাদেশ সময়: ০৭৩০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১১
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১০
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৯
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৮
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৭
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৬
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৫
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৪
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-৩
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-২
** বাংলানিউজ পাঠকের ক্যামেরায় বাংলাদেশ-১
** ফটো পাঠান বাংলানিউজে