ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

ফিচার

চকলেট খাবেন?

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪৯, অক্টোবর ৭, ২০১৪
চকলেট খাবেন?

ঢাকা: চকলেট খেতে ভালোবাসেন না, এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল। শিশুদের তো কথাই নেই, এমনকি বয়সীদেরও চকলেট দেখলে জিভে জল চলে আসে!

ইতিহাসে চোখ পাতলে দেখা যায়, আনুমানিক ১১শ’ খ্রিস্টাব্দের সময় থেকে চকলেটের ব্যবহার হয়ে আসছে।

তবে চকলেটের যে শক্ত রূপটি বর্তমানে আমরা দেখি, আদিতে এটি তরল পানীয় আকারে পান করা হতো।  

সেসময় বেশিরভাগ মেসোআমেরিকান লোকজনই চকলেট পানীয় তৈরি করত। এদের মধ্যে মায়ান ও আজটেক জাতির নাম নেয়া যায়। তখন থেকে এখন, মানুষের চকলেট প্রীতি কমেনি বৈকি বেড়েছে।  

তবে তরল পানীয় থেকে কঠিন চকলেটের ঐতিহাসিক যাত্রায়, এই লোভনীয় খাবারটির বদল ঘটেছে নানাভাবে। বর্তমান সময়ে চকলেট নিছক খাদ্যবস্তু নয়, এতেও লেগেছে শিল্পের ছোঁয়া।

আর চকলেটে শিল্পের ছোঁয়া লাগলে কী হয় দেখে নিন। এবারের পর্বে থাকছে সাতটি চকলেট। দেখুন তো, খাওয়া যায় কিনা!


                                                      চকলেট ট্রাফল প্ল্যানেট


                                                চকলেট পেইন্ট টিউব

                                                   চকলেট টুলস




                                                   ফাংশনাল চকলেট লেগো ব্রিকস


                                                 চকলেট স্কাল উইথ ব্রেইন

                                            পেইন্টেড বার অব চকলেট

                                                                   চকলেট পেনসিল


বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।