প্রতি বছরের মতো এবারও পাপমোচনে কালীগঙ্গা নদীতে অষ্টমী স্নানে মেতে উঠেছিলেন মানিকগঞ্জের সর্বস্তরের হিন্দু সম্প্রদায়ের লোকজন। শত শত মানুষের অংশগ্রহণে কালীগঙ্গার পাড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছিল।
বছরের চৈত্র মাসের শুক্লাষ্টমী তিথিতে হিন্দু সম্প্রদায়ের অনুসারীরা ভোর হতেই ফুল, বেলপাতা, আমের পল্লব, ধান, দূর্বা দিয়ে পবিত্র অষ্টমী স্নান শুরু করেন। এ সময় কালীগঙ্গার পাড়ে বহু ভক্তের সমাগম ঘটে। ভোরবেলা থেকে স্নান শুরু হয়, শেষ হয় দুপুরে।
মানিকগঞ্জের বেউথা এলাকায় কালীগঙ্গা নদীর পাড়ে এই অষ্টমী স্নানের আয়োজন করে অন্নপূর্ণা সেবা সংঘ।
অন্নপূর্ণা সেবা সংঘের সভাপতি দীলীপ কুমার রাজবংশী জানান, ২৬ বছর ধরে কালীগঙ্গা নদীর পাড়ে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করে আসছি। এখানে জেলার সর্বস্তরের হিন্দু সম্প্রদায়ের প্রায় ১০ হাজার পুণ্যার্থী অংশগ্রহণ করেন। ভোরবেলা থেকেই বিভিন্ন এলাকার হিন্দুধর্মাবলম্বীরা পাপমোচনের জন্য পবিত্র মন্ত্র উচ্চারণ করে কলার মাইচে ফুল-ফল ভাসিয়ে দেন গঙ্গাদেবীর উদেশ্যে । স্নান শেষে পুণ্যার্থীদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।
অষ্টমী স্নানে অংশ নিতে আসা সবিতা রাণী (৩২) জানান, এই দিনে নদীতে স্নান করলে ভগবান সব পাপ থেকে মুক্ত করে দেন। তাই পাপমুক্তির আশায় প্রতি বছর এখানে আসি।
রঞ্জিত কুমার সাহা জানান, ধর্মীয়ভাবে নিয়ম আছে, তাই এখানে স্নানে এসেছি। আমাদের বিশ্বাস অষ্টমী স্নান করলে পাপ মোচন হয়।
বাংলাদেশ স্থানীয় সময় ১৫০১, এপ্রিল ১২, ২০১১