ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

মহাশূন্যে টেলিস্টার উৎক্ষেপণ, ড. শহীদুল্লাহর জন্ম

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৩ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
মহাশূন্যে টেলিস্টার উৎক্ষেপণ, ড. শহীদুল্লাহর জন্ম

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের পাতা থেকে’।

১০ জুলাই ২০১৫, শুক্রবার। ২৬ আষাঢ়, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাগুলো।

•    ৮৭৪- উত্তর আটলান্টিক মহাসাগরের দ্বীপ দেশ আইসল্যান্ড আবিষ্কার হয়। ১২৬১ সালে নরওয়ে আইসল্যান্ডের ওপর কর্তৃত্ব ফলায় ও তার  একশ’ বছরেরও বেশি সময় পর আইসল্যান্ড ডেনমার্কের দখলে চলে যায়। পরে ১৯৪৪ সালে আইসল্যান্ড ডেনমার্কের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।

•    ১৫২০- রাজা পঞ্চম চার্লস ও রাজা অষ্টম হেনরি শান্তিচুক্তি সম্পাদন করেন।

•    ১৫২৬ -পানিপথের যুদ্ধে জয়লাভ করে মোগল সম্রাট বাবর আগ্রায় পদার্পণ করেন।

•    ১৮৮৫- বাংলাদেশি বহুভাষাবিদ, ভাষাবিজ্ঞানী ও বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ জন্ম। ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার পেয়ারা গ্রামে জন্ম তার।

•    ১৯২১- মঙ্গোলিয়া নিজেকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে।

•    ১৯৬২ - যোগাযোগ উপগ্রহ ‘টেলিস্টার’ মহাশূন্যে উৎক্ষেপণ করা হয়।

•     ১৯৭৩ - ৩০০ বছর ব্রিটিশ শাসনাধীন থাকার পর বাহামা দ্বীপপুঞ্জ স্বাধীনতা লাভ করে।

•    ১৯৮৯- বাংলাদেশের জাতীয় সংসদে সংবিধানের ৯ম সংশোধনী পাস হয়।

•    ১৯৯২- হানা সচুকা পোল্যান্ডের প্রথম নারী সরকার প্রধান নির্বাচিত হন।

•     ২০০১- বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী মৃত্যুবরণ করেন। ১৯৯৬ সালে ৭ম সংসদ নির্বাচনে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন ও ১৯৯৬ সালের ১৪ জুলাই জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন।

গ্রন্থনা: সানজিদা সামরিন।

বাংলাদেশ সময়: ০৩০৪ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।