ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

যেখানে সেলফি তোলা মানা

শুভ্রনীল সাগর, নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, জুলাই ৯, ২০১৫
যেখানে সেলফি তোলা মানা ছবি: সংগৃহীত

ঢাকা: আট থেকে আশি কিংবা বস্তির ওসমান থেকে প্রেসিডেন্ট ওবামা- কেউই সেলফিম্যানিয়া থেকে মুক্ত নন। সাধারণ মানুষের কথা ছেড়েই দিন, ধর্মগুরু পোপও সামলাতে পারেন না সেলফির লোভ!

একটি অনন্য অসাধারণ সেলফির জন্য মানুষ জীবন দিতেও প্রস্তুত।

আর হরহামেশা দিয়েও থাকে। প্রায়ই সেলফি তুলতে গিয়ে মানুষের বিচিত্র কাণ্ডকারখানা আর মৃত্যুর খবর কানে আসে।

কিন্তু বিশ্বে এমন বিখ্যাত ১০ জায়গা রয়েছে সেখানে আপনি যেই হোন আর যাই করুন- সেলফি আপনি তুলতে পারবেন না। তবে সেখানে যেতে মানা নেই। মন-প্রাণ ভরে ঘুরতেও পারবেন। তবে শর্ত একটাই- সেলফি নয়, স্মৃতি নিয়ে ফিরুন।

সেলফি শোকে মন খারাপ না করে বরং জায়গাগুলো একবার দেখে নিন।  

সিডনি অপেরা হাউজ

‘নো সেলফি’ শিবিরে অপেরা হাউজ যোগ দিয়েছে খুব বেশিদিন হয়নি। তবে একেবারে হতাশ হওয়ার দরকার নেই। পরিবেশনা চলাকালীন সেলফি ও ছবি তোলা নিষিদ্ধ হলেও, মূল ভবনের বাইরে থেকে ছবি তোলা যাবে।

ডিজনিল্যান্ড

বিশ্বের সবচেয়ে সুখময় জায়গা বলা হয় ডিজনিল্যান্ডকে। তবে অসুখীর বিষয় ওই একটিই, ‘নো সেলফি’। চলতি বছরের জুন থেকে কর্তৃপক্ষ এ নিষেধাজ্ঞা চালু করেছে। একবার এক রোলারকোস্টারের চাকার ভিতর সেলফি স্টিক ঢুকে কোনো দুর্ঘটনা না ঘটলেও, আধঘণ্টা রোলারকোস্টার চড়া বন্ধ থাকে। তবে যেকোনো বড় দুর্ঘটনা ঘটতে পারতো। আর এ আশঙ্কা থেকেই সেলফি বন্ধ। তবে ভিড় কম এরকম জায়গায় একটু-আধটু সেলফি তোলার সুযোগ এখনও রয়েছে বৈকি!

হোয়াইট হাউজ

গত ৪০ বছর ধরেই যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজে ক্যামেরা নিষিদ্ধ। তবে অতিথি ও পরিদর্শকদের বর্তমানে সেলফোন ব্যবহারের সুযোগ থাকলেও, সেলফি একেবারে কড়া নিষেধ!

প্যাম্পলোনা, স্পেন

পিছনে খ্যাপা ষাঁড়, গলায় লাল কাপড় বেঁধে রুদ্ধশ্বাসে ছুটছেন আপনি। ন্যানো সেকেন্ড থামলেও ভবলীলা শেষ। ঠিক এই মুহূর্তে এমন বেপরোয়া সেলফি তোলার কথা ভাববেন? স্পেনের বিখ্যাত ষাঁড় দৌড়ে গেল বছর ঠিক এমনই একটি সেলফি তুলে ঝড় তুলে দিয়েছিলেন এক খ্যাপাটে। এজন্য অবশ্য তাকে প্রায় তিন লাখ টাকার মতো ফাইনও গুনতে হয়। এরপর থেকে‌ই আয়োজক কর্তৃপক্ষ এ ‘মৃত্যু দৌড়’-এ সেলফি নিষিদ্ধ করে দিয়েছে।

মক্কা, সৌদি আরব

ছবিতে এক ধর্মপ্রাণ মুসলিম হজের সময় প্রার্থনায় রত, অন্যজন তুলছেন সেলফি! যা একেবারে ইসলাম ধর্ম পরিপন্থী। ছবিটি তুলেছিলেন রয়টার্সের আলোকচিত্রী আমর আবদুল্লাহ। গেল বছর ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। এর পর থেকে কর্তৃপক্ষ নিয়ম করে সেলফি তোলা বন্ধ করে দেয়।  

নিউইয়র্ক জু

নিউইয়র্ক চিড়িয়াখানায় পশুদের সঙ্গে সেলফি তোলা নিষেধ। এ বিষয়ে কর্তৃপক্ষের ভাষ্য, আপনার জন্য সেলফি তোলা বেশ চমকপ্রদ হতে পারে কিন্তু ক্যামেরার ফ্ল্যাশ ওদেরকে উত্যক্ত করতে পারে।

ফরবিডেন সিটি, বেইজিং

নিষিদ্ধ শহরে সেলফিও নিষিদ্ধ। ১৫ শতকের এ রাজপ্রাসাদটির প্রত্নতাত্ত্বিক নিদর্শন রক্ষণাবেক্ষণের স্বার্থে ছবি তোলা নিষেধ।  

ন্যাশনাল গ্যালারি, লন্ডন

ভ্যান গগের ‘সানফ্লাওয়ার’ ছবির সঙ্গে সেলফি তোলার সাধ বুঝি আপনার এ জন্মে পূরণ হবে না! কারণ বিখ্যাত এ শিল্পকর্মটি রয়েছে লন্ডনের ন্যাশনাল গ্যালারিতে। শিল্পকর্মের জন্য অপূরণীয় ক্ষতি বলেই এখানে ছবি তোলা নিষেধ।

প্যালেস অব ভার্সাই, প্যারিস

বিশ্বের অন্যতম পর্যটকপ্রিয় দেশ হলো ফ্রান্স। প্যালেস অব ভার্সাইয়েও ওই একই কথা, শিল্পকর্ম ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন রক্ষার্থে ছবি তোলা নিষেধ। আর সেলফি তো সেলফি!

দ্য কলোসিয়াম, রোম

যারা রাসেল ক্রো অভিনীত বিখ্যাত ‘গ্ল্যাডিয়েটর’ সিনেমাটি দেখেছেন, তারা খানিকটা উপভোগ করেছেন কলোসিয়ামের নজরকাড়া সৌন্দর্য। খানিকটা বললাম কারণ, ছবিতে দেখা আর চোখে দেখার মধ্যে আকাশ-পাতাল তফাত। তবে ঐতিহাসিক এ স্থাপনা মন ভরেই শুধু দেখতে হবে, নো সেলফি।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৫
এসএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।