দেশের জনপ্রিয় মোবাইল অপারেটর প্রতিষ্ঠান বাংলালিংক আয়োজন করতে যাচ্ছে ‘বাংলালিংক গ্র্যান্ড মাস্টার আইডিয়া প্রতিযোগিতা’।
১৯ মে, ২০১১ রাজধানীর রূপসী বাংলা হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দেয়া হয়।
এই প্রতিযোগিতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকে যেসব সৃজনশীল আইডিয়া বা ধারণা উঠে আসবে সেগুলো জাতীয় উন্নয়নে অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী, অধ্যাপক ড. এম কায়কোবাদ, বাংলালিংক-এর ভ্যাস অ্যাসোসিয়েট ও জেনারেল ম্যানেজার কাউসার জামান এবং বাংলালিংকের বিপণন পরিচালক শিহাব আহমেদ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিযোগিতার প্রথম পর্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে সৃজনশীল বা উদ্ভাবনী প্রকল্পসমূহ সংগ্রহ করা হবে। এরপরে প্রকল্পগুলোর মধ্যে থেকে প্রাথমিকভাবে পূর্ব নির্ধারিত ক্রাইটেরিয়া/শ্রেণী অনুযায়ী ২০ টি প্রকল্প নিয়ে একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হবে। এরপর শীর্ষস্থানীয় এই ২০টি গ্রুপের জন্য দিনব্যাপী চলবে প্রশিক্ষণ। যা এসব প্রতিযোগীকে সম্ভাব্য সমাধানের উপায় খুঁজে বের করার বিষয়ে সহায়তা করবে।
এই প্রশিক্ষণ গ্রহণের পরে প্রতিযোগীরা তাঁদের ধারণার আলোকে দলভিত্তিক একটি করে বিশদ ব্যবসায়িক পরিকল্পনা পেশ করবেন। এরপরে প্রকল্প প্রস্তাবনাগুলো একটি বিচারক প্যানেল মূল্যায়ন করে সেরা প্রতিযোগীদের বাছাই করবেন।
সর্বশেষ গ্র্যান্ড ফিনালে বা চূড়ান্ত প্রতিযোগিতার মাধ্যমে দলগুলো তাদের প্রকল্পসমূহ তুলে ধরবেন। সেখান থেকে বিচারক প্যানেল সেরা তিনটি দলকে বিজয়ী হিসেবে নির্বাচিত করবেন। এর মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী তিনটি দল যথাক্রমে দুই লাখ টাকা, দেড় লাখ টাকা ও এক লাখ টাকা দেয়া হবে।
এই প্রতিযোগিতার রেজিস্ট্রেশন চলবে ২০ মে - ২০ জুন ২০১১ পর্যন্ত।
বাংলাদেশ সময় ১৭৪৫ ঘণ্টা, মে ১৯, ২০১১