ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

‘লিচু আদুরে ফল, একটু আদর যত্ন কম হলে সে নাখোস হয়’

ঈশ্বরদী প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৮, মে ১৯, ২০১১
‘লিচু আদুরে ফল, একটু আদর যত্ন কম হলে সে নাখোস হয়’

ঈশ্বরদী: মেয়ে জামাইকে দাওয়াত করতে হবে। ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনদের কাছে খবর পৌঁছাতে হবে তারা যেন সপ্তাহখানেকের মধ্যেই বেড়াতে আসেন।

জামাইকে মোবাইল করে বলেছি ‘বাবা, সারা বছর তো তোমাদের খোঁজ খবর ভালো করে নিতে পারি না, দু’চারদিন পর বেড়াতে এসো। ’ প্রান্তিক লিচু চাষী জয়নগর গ্রামের আবুল ফজল তার লিচু বাগানে বসে এভাবেই প্রকাশ করলেন আনন্দময় অভিব্যাক্তি।

আবুল ফজলের সঙ্গী আরেক লিচু চাষী জাহাঙ্গীর আলম বললেন, ‘ভাই, সারা বছর আমরা প্রতিক্ষায় থাকি, কবে লিচুর সময় আসবে! বছরের এই মাসটি আমাদের জন্য ঈদের চেয়েও আনন্দের। ’

চারিদিকে গাছে গাছে লাল রঙের সুমিষ্ট লোভনীয় আর চোখ জুড়ানো লিচুর সমারোহ, আ¡য়-স্বজনের আনাগোনা, বাড়িতে বাড়িতে নতুন জামা কাপড় কেনার ধুম, ভালোমন্দ খাওয়া আর নগদ টাকার গন্ধ-এ সবই যেন আমাদের এক বছরের প্রতিক্ষার অবসান। ঈশ্বরদীর বিখ্যাত বোম্বাই লিচুর উৎপাদন এলাকার গ্রামগুলির বর্তমান চিত্র এটি।

দেশের অন্যতম লিচু আবাদী এলাকা ঈশ্বরদীর লিচু চাষীদের চোখে মুখে অবশেষে ফুটে উঠেছে হাসি। ঈশ্বরদীর ছলিমপুর ও সাহাপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখা গেছে লিচু চাষীদের মধ্যে এখন দারুন ব্যাস্ততা কারওই যেন কথা বলার সময় নেই। গাছে গাছে থোকায় থোকায় লিচুর বিপুল সমাহার, দেখে চোখ জুড়িয়ে যায়।

এক সময়ের বেকার জালালউদ্দিন শুন্য হাতে শুরু করে এবার আশা করছেন আর সপ্তাহ খানেকের মধ্যেই তার বাগানের লিচু বিক্রির ৫ লাখ টাকা হাতে আসবে। ঈশ্বরদীর রূপপুর গ্রামের বেকার জালালউদ্দিন তার বাবার জমিতে কয়েক বছর আগে লিচু গাছ লাগিয়েছিলেন। গত বছর প্রাকৃতিক দুর্যোগে বাগানের বেশিরভাগ লিচু নষ্ট হলেও হাল ছাড়েননি।

এবার তার ৩শ’ গাছের বিশাল লিচু বাগানের লিচু ৫ লাখ টাকারও বেশি দামে বিক্রি করতে পারবেন বলে ধারণা করছেন জালালউদ্দিন।

ঈশ্বরদীর রূপপুরই শুধু নয়, উপজেলার ছলিমপুর, সাহাপুর, জয়নগর, মানিকনগরসহ গ্রামের পর গ্রামে এরকম অসংখ্য জালাল আছেন- যারা শুধু লিচু আবাদ করে এখন নিজে যেমন স্বাবলম্বী হয়েছেন, তেমনি আর্থিকভাবে সমৃদ্ধ করে চলেছেন নিজ উপজেলা ঈশ্বরদীকেও।

বোম্বাই আর চায়না লিচু আবাদের জন্য বিখ্যাত ঈশ্বরদীর বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, এসব কারো এখন এতটুকু দম নেওয়ার সময় নেই।

সাহাপুর গ্রামে একটি লিচু বাগানে গিয়ে দেখা গেলো প্রান্তিক লিচু চাষী ও ব্যবসায়ী গোলজার হোসেন সরদারের ছেলে আরিফ হোসেন নিবিড়ভাবে গাছের লিচু পরিচর্যা করছেন। একই গ্রামের সফল লিচু চাষী রিয়াজ উদ্দিন সরদার বাংলানিউজকে জানালেন- আর সপ্তাহ খানেক পরই বাজারে পাওয়া যাবে টসটসে বোম্বাই লিচু।

ঈশ্বরদীতে লিচুর গ্রাম হিসেবে খ্যাত জয়নগর, মানিকনগর, সাহাপুরের অসংখ্য লিচু আবাদীদের বাড়ির বউ ছেলে মেয়েরাও এখন দারুণ ব্যস্ত। নাসরিন আক্তার পারভিন নামের এক গৃহবধু বাংলানিউজকে বললেন, ‘সারা বছর অপেক্ষায় থাকি কবে লিচুর মাস আসবে। এমাসে এসব গ্রামের প্রতিটি বাড়িতেই এক ধরনের উৎসবের আমেজ সৃষ্টি হয়। ’

জয়নগর গ্রামের গেদা প্রামানিক তার স্ত্রী ও ছেলেকে নিয়ে লিচুর বাগানে পাখি তাড়ানোর কাজে দম ফেলার ফুরসত পাচ্ছেন না। অনেকক্ষণ দাঁড়িয় আছি তার পাশে। এক ফাঁকে বললেন, ‘লিচু আদুরে ফল, একটু আদর যতœ কম হলে সে গোস্যা করে গৃহস্তের ওপর নাখোস হয়। তাই আমরা চেষ্টা করি তার যতেœর যেন কমতি না হয়। ’

চাষীরা হাসিমুখে জানালেন, এবার লিচুর মুকুল আগমনী সময়ে ঈশ্বরদীর লিচু গাছগুলির মধ্যে প্রায় অর্ধেক পরিমান গাছে মুকুল না আসায় প্রাথমিকভাবে আবাদে বিপর্যয়ের যে আশংকা করা হয়েছিল তা এখন অনেকটাই কেটে গেছে।

উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা বাংলানিউজকে জানান, এবার আবহাওয়া কাকতালীয়ভাবে লিচু আবাদের অনুকূলে। তাই এ বছর বেশিরভাগ গাছে মুকুল না এলেও লিচুতে বাম্পার ফলনই হবে।
আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র ঈশ্বরদীর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সুলতান আলম জানান, প্রতিটি লিচু গাছে জিপসাম, ইউরিয়া, টিএসপি, এমপি, জিংক, সালফেট, গরুর গোবর, ও ছাইসহ ২০ থেকে ২৫ কেজি সার পর্যায়ক্রমে ৩ বারে প্রয়োগ করলে লিচুর ফলন আরো ভালো হবে।

উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার কৃষিবিদ হাবিবুর রহমান বাংলানিউজকে জানান, গত বছর ঈশ্বরদীতে ২ হাজার ২৫ হেক্টর জমিতে লিচু আবাদ হয়েছিল। এবার আরো ২৫ হেক্টর বেশি জমিতে আবাদ হয়েছে।

তিনি জানান, গত বছর ১ লাখ ২৫ হাজার ৯০৬ টি গাছে লিচু ধরেছিল। এবার তা থেকে বেড়ে ফলন্ত গাছের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজারটিতে।

কৃষি অফিস সূত্র জানায়, গত বছর ঈশ্বরদীতে ১৩ হাজার মেট্রিক টন লিচু উৎপাদন হয়েছিল যা বিক্রি হয় ১শ’ ৪ কোটি ৩৮ লাখ ১২ হাজার ৫শ’ টাকায়। এবার গতবারের চেয়ে দামেও কিছুটা হেরফের ঘটতে পারে বলে জানান ঈশ্বরদী মোকামের লিচু ব্যাবসায়ীরা।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ১৯ মে, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।