ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

ফিচার

জাবিতে আন্ত: বিভাগ বিতর্ক প্রতিযোগিতায় অর্থনীতি বিভাগ চ্যাম্পিয়ান

ওয়ালিউল্লাহ, জাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৮, মে ২২, ২০১১
জাবিতে আন্ত: বিভাগ বিতর্ক প্রতিযোগিতায় অর্থনীতি বিভাগ চ্যাম্পিয়ান

ইন্টারনেট পর্ণোগ্রাফি অন্যান্য সব দেশের মতো বাংলাদেশেও একচেটিয়া বাণিজ্য এবং প্রভাব বিস্তার করতে শুরু করেছে। অতীতে ইন্টারনেট সংযোগ সহজলভ্য না হওয়ায় এর অন্ধকার দিকটি সম্পর্কে অজ্ঞাত ছিলো শিশু এবং উঠতি বয়সী কিশোর-কিশোরীরা।

তবে আদিযুগের ভিসিআর, ভিসিপি, ভিসিডি এবং সর্বশেষ আধুনিক সংযোজন ডিভিডিতে পর্ণোগ্রাফি মুভি অনেকটাই দূর্লভ ছিল। কিন্তু বর্তমানের তথ্য প্রযুক্তির যুগে পর্ণোগ্রাফির বিস্তার ভয়াবহ আকারে বৃদ্ধি পাচ্ছে।

মেয়েদের আপত্তিকর ছবি আপলোড এমনকি নিজেরাও ক্যামেরার মাধ্যমে একটু হলেও এই লাইনে হাত পাকানোর ব্যাপারটা অনেকটাই ডাল-ভাতের মতো হয়ে গেছে।

মানুষ মাত্রই নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ। স্বভাবতই কিশোর বয়সে এসব জিনিসের প্রতি আগ্রহ থাকে আর এই বয়সেই বিপথগামী হবার সম্ভাবনা আশি ভাগ। মানুষের জন্য ফাউন্ডেশনের ২০০৯ সালের এক জরিপে দেখা গেছে শতকরা ৭৭ ভাগ শিশু-কিশোর পর্ণোগ্রাফির দিকে ঝুঁকছে।

‘প্রযুক্তির উৎকর্ষতায়, সুস্থ বিনোদন সাথী হোক তারুণ্যের পথচলায়’ এই শ্লোগানকে সামনে রেখে ইন্টারনেট ভিত্তিক বিনোদনের সহজলভ্যতায় পর্ণোগ্রাফীর মতো অসামাজিক ও অসুস্থ সাংস্কৃতিক উপাদানের ছোবল থেকে তরুণ ও যুবসমাজকে সচেতন করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন আয়োজন করেছিল চার-দিনব্যাপী আন্ত:বিভাগ বিতর্ক প্রতিযোগীতা। এই বিতর্ক প্রতিযোগীতায় বিশ্ববিদ্যালয়ের ৩২টি বিভাগ অংশগ্রহণ করে। শনিবার ছিল প্রতিযোগীতার সমাপনী দিন ও পুরস্কার বিতরন অনুষ্ঠান।

সমাপনী দিনে ‘তরুণ সমাজের মানসিক বিকাশের প্রধান বাধা নীল বিনোদনের অশূভ ছায়া’ বিষয়ের উপর চূড়ান্ত পর্বে সংসদীয় বিতর্ক অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগ ও অর্থনীতি বিভাগের মধ্যে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। সর্বশেষে অর্থনীতি বিভাগ চাম্পিয়ান হয়। এই বিতর্ক প্রতিযোগীতায় সেরা বিতার্কিক নির্বাচিত হন অর্থনীতি বিভাগের সাইয়্যেদ মুহাম্মদ তাইয়্যেব।

এছাড়া বাংলা বারোয়ারী বিতর্কে প্রথম হন গণিত বিভাগের নাজনীন করিম মিথী, দ্বিতীয় হন ইংরেজী বিভাগের গাজী পূর্ণি এবং তৃতীয় হন ভূ-তাত্বিক বিজ্ঞান বিভাগের সানজিদা হক নিপা। পাবলিক স্পিকিং-এ প্রথম হন আইবিএ এর সাজেদুল ইসলাম, দ্বিতীয় হন ইংরেজী বিভাগের সাখাওয়াত জামিল সৈকত, তৃতীয় হন আইবিএ এর গাজী রাইসা রহমতুল্লাহ।

শনিবার বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব:) এবি তাজুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো: ফরহাদ হোসেন।

সুশাসন মানবাধিকার ভিত্তিক সংগঠন ‘মানুষের জন্য ফাউন্ডেশন’ এই বিতর্ক প্রতিযোগিতার সহায়তায় করে।

বাংলাদেশ সময়: ১৭৩০, মে ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।