ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ইতিহাসের এই দিন

প্রথম সেলুলয়েড রোল ফিল্ম তৈরি, নজরুলের মৃত্যুবার্ষিকী

ফিচার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৫ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
প্রথম সেলুলয়েড রোল ফিল্ম তৈরি, নজরুলের মৃত্যুবার্ষিকী

ঢাকা: ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে।

প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।

তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে বাংলানিউজের পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের পাতা থেকে’।

২৭ আগস্ট ২০১৫, বৃহস্পতিবার। ১২ ভাদ্র, ১৪২২ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্মদিন সহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনা
•    ১৮৮৯- প্রথম সেলুলয়েড রোল ফিল্ম তৈরি।
•    ১৯১৬- অস্ট্রিয়া-হাঙ্গেরির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রোমানিয়া।
•    ১৯৩২- অ্যামস্টারডামে যুদ্ধবিরোধী শান্তি সভা অনুষ্ঠিত।
•    ১৯৫৮- সোভিয়েত ইউনিয়নের স্পুটনিক-৩ উৎক্ষেপণ।
•    ১৯৭১- লন্ডনে বাংলাদেশ মিশন উদ্বোধন।
জন্ম

•    ১৭৭০- জার্মান দার্শনিক ভিলহেলম ফ্রেডরিখ হেগেল।
•    ১৯৭৪- পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ ইউসুফ।
মৃত্যু

•    ১৯৭৬- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।

তথ্যসূত্র: ইন্টারনেট।

বাংলাদেশ সময়: ০০০২ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
এসএমএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।