ঢাকা: কাচের দেয়ালের এপাশ-ওপাশ। অাইফোনে একের পর এক অন্য গরিলার ছবি বের করছিলো ছেলেটি।
ছবি দেখার সুবিধার জন্য কখনও ফোনটি কাচের সামনে তুলে ধরছিলো ছেলেটি। তারা দু’জনেই দু’জনের সঙ্গে ছিলো একেবারেই স্বাভাবিক। যেন এটি আর দশটা ঘটনার মতোই!

ভিডিও ফুটেজটি ৬ সেপ্টেম্বর ইউটিউবে আপলোড করেছেন পল রোজ নামের এক ব্যক্তি। এ পর্যন্ত ভিডিওটি দেখেছে প্রায় দেড় লাখেরও বেশি দর্শক।
পল তার অভিব্যক্তি হিসেবে একটি কমেন্টে জানান, ছেলেটি গরিলার সঙ্গে খুব সদয় ও ভদ্র আচরণ করছিলো। আমার ভালো লেগেছে। আমার ধারণা এটি ছিলো বিশেষ মুহূর্ত।
পল আরও জানান, চিড়িয়াখানা কর্মকর্তারা বলেছেন এই গরিলাটি ছবি আর ভিডিও দেখতে পছন্দ করে।
তথ্যসূত্র: ইন্টারনেট।
বাংলাদেশ সময়: ০১৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এসএমএন/এএ