ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফিচার

ব্রিটেনে কালো শেয়াল!

বাংলানিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
ব্রিটেনে কালো শেয়াল! ছবি: সংগৃহীত

মানুষের অত্যাচারে অনেক প্রাণি আজ আজ বিপন্ন। আবার অনেক প্রাণি শিকারিদের দৌরাত্ম্যে এরই মধ্যে বিলুপ্ত হয়ে গেছে।

শুধু কি শিকারিদের কারণে? ক্রমাগত বন উজার করার কারণেও প্রাণিদের আবাসস্থল হয়ে পড়ছে সংকুচিত। অবৈধ শিকারসহ মানবসৃষ্ট নানা কারণে প্রাণিদের অস্তিত্ব পড়েছে কঠিন সঙ্কটে। ইংল্যান্ডে আবার আবার ‘ফক্স হান্টিং’ নামের একটা বাজে ঐতিহ্যও চালু আছে এখনও।

মূলত রাজ পরিবারের লোক ও অভিজাত শ্রেণির মানুষেরা বছরে একবার শেয়ালবধে নামেন। পরিবেশবাদীদের হলাচিল্লাতেও তেমন একটা কাজ হয় না। ফক্স হান্টিং নামের এই বাজে প্রথার কারণে ইংল্যান্ডে শেয়ালের অস্তিত্ব হুমকির মুখে। আর কালো রঙের শেয়াল চলে গেছে বিলুপ্ত প্রাণির তালিকায়। কিন্তু না, ইংল্যান্ডে কালো শেয়াল এখনও টিকে আছে।

সম্প্রতি এক লোকের ক্যামেরায় ধরা পড়েছে এমনই একটি কালো শেয়াল। ওই লোকের নাম রবার্ট ফুলার। তিনি উত্তর ইয়র্ক শায়ারের বাসিন্দা। পেশায় ব্যবসায়ী। সেইসঙ্গে তার আরো একটা পরিচয় হলো, তিনি একজন প্রাণি ও প্রকৃতিপ্রেমী। সেই সূত্রে প্রাণিদের ছবি তুলে বেড়ানোর নেশাও তার প্রবল।  

সম্প্রতি তার দোকানের এক খদ্দের তাকে জানালেন, নিজের বাড়ির আঙিনায় তিনি একটি কালো শেয়াল দেখেছেন। ফুলার এরপর নেমে পড়েন কথিত কালো শেয়ালটিকে ক্যামেরাবন্দি করার কাজে। কিন্তু কিছুতেই আর দেখা মিলছিল না ওর। কিন্তু রবার্ট ফুলারও এতো সহজে হাল ছাড়বার পাত্র নন। তিনি লেগে রইলেন। মাসকয় লেগে থাকার পর অবশেষে একদিন সত্যিই তিনি দেখতে পেলেন ওকে। যথারীতি ক্যামেরাবন্দি করলেন। এমন একটি বিরল প্রাণিকে ক্যামেরাবন্দি করে তিনিও অধিকারী হলেন বিরল কৃতিত্বের। তার সারাজীবনের সব কৃতিত্বকে ছাড়িয়ে গেছে এই একটিমাত্র ছবি।  
.
লাল রঙের শেয়ালের সাথে কালো শেয়ালদের একটা জায়গায় ঘনিষ্ট সম্পর্ক রয়েছে। বয়:সন্ধিকালে বেশিরভাগ কালো শেয়ালেরই রঙ বদলে লাল হয়ে যায়। কিন্তু জিনগত ত্রুটির কারণে কিছু কালো শেয়াল সারাজীবনই থেকে যায় কালো। ফলে এরা বিরলতম শেযাল প্রজাতি হিসেবে গণ্য। রবার্ট ফুলারের ক্যামেরায় ধৃত শেয়ালটিও সেই বিরলতম শেয়াল প্রজাতিরই প্রতিনিধি।

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৫
জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।